রিপোর্ট :এমরান হোসেন সোহাগ
আগামী নির্বাচন হবে চ্যালেঞ্জের। ১৭ বছর পর একটি সুষ্ঠ নির্বাচন হবে। এবং মা বোনরা সবাই ভোট দিতে পারবে। আগে চোরেরা ভোট দিত, আওয়ামীলীগ ও ভোট দিতে পারেনি - এমন মন্তব্য করেন নোয়াখালী -১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাবেক সাংসদ ব্যারিস্টার এ এম মাহাবুব উদ্দিন খোকন।
৬ নভেম্বর (শনিবার) বিকেলে সোমপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের পক্ষে ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সাহাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আলম বাবলুর সঞ্চালনায়, সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য নুর কবীর পাটোয়ারী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও নোয়াখালী -১ চাটখিল সোনাইমুড়ী আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার এ এম মাহাবুব উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক গোলাম মাওলা, উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু হানিফ ও স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠন নেতৃবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাহাজাহান রানা, সদস্য শাহ জামাল, যুবদলের যুগ্ম আহবায়ক জহির উদ্দিন বাবর, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইউসুফ উন নবী বাবু
১নং সাহাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মাহফুজুল ইসলাম মাহি।
আলোচনা সভা শেষে নেতাকর্মী ও সমর্থক নারী পুরুষের উপস্থিতি বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত ও ধানের শীষ প্রতীকে রায়ের প্রত্যাশার মধ্যে দিয়ে কর্মী সমাবেশ সমাপ্তি ঘোষণা করা হয়।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত