প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ৯:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ৯:২৫ পি.এম
আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি
অদ্য ০৮/১২/২০২৫খ্রিঃ তারিখ ট্রাফিক বিভাগ, সম্মেলন কক্ষে জনাব রাখী রানী দাস, এডিসি (ট্রাফিক), এসএমপি, সিলেটে এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
জনাব মো: মুজিবুর রহমান, টিআই (প্রশাসন), ট্রাফিক বিভাগ, এসএমপি, সিলেটের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপ-পুলিশ কমিশনার(ট্রাফিক), জনাব সুদীপ্ত রায়। অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ ও ভবিষ্যৎ কর্ম জীবনের সমৃদ্ধি কামনা করে ফুলেল শুভেচছা প্রদান করা হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন জনাব মোছা: আকলিমা আক্তার, এডিসি (সদর ও প্রশাসন), এসএমপি, সিলেট, জনাব গৌতম দেব, নব নিযুক্ত অতি: উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), এসএমপি, সিলেট ও ট্রাফিক বিভাগের সদসগন।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত