মোঃ মোসলেম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জ
উল্লাপাড়ায় বিএনপির চেয়ারপার্সন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এ্যাড.সিমকী ইমাম খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছিলো। সোমবার ( ১২ জানুয়ারি) বিকেল ৩ টায় উল্লাপাড়া পৌর এলাকার নেওয়ারগাছা সিমকী ইমাম খান বাগিচায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছিলো। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এ্যাড. সিমকী ইমাম খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন নারীদের অহংকার। যিনি একজন গৃহিণী থেকে এদেশের গণতন্ত্রের জন্য লড়াই করে নব্বইয়ের স্বৈরাচার এরশাদ কে হটিয়ে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন এটা কোনো সাধারণ ব্যাপার না। নারী প্রধানমন্ত্রী হয়ে এদেশের নারীদের ভাগ্য উন্নয়নে নিরলস ভাবে কাজ করেছিলেন। নারীদের শিক্ষার প্রসার ঘটানোর জন্য বিনা বেতন ও উপবৃত্তির ব্যবস্হা করেছিলেন। তিনি আরো বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিবারের কথা কোনো দিন ভাবেনি তার অমানবিক নির্যাতন হয়েছে তাও ওনি দেশ ছেড়ে পালায়নি। যে কারণে তার জানাজায় কোটি মানুষ উপস্থিত হয়ে জানিয়ে দিয়েছিলেন খালেদা জিয়া এদেশের কোটি মানুষের হ্নদয়ের স্পন্দন। এই সময়ে জহুরা মহিউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ, সহকারী শিক্ষক রুমা পারভীন, ছাইদুল ইসলাম, জীবন নাহার পারভীন,মজনু মিয়া,আমির হোসেন, আব্দুল লতিফ সরকার, নাছিম উদ্দিন, মিথুন রানা,আরাফাত খন্দকারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ও দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেছিলেন, সিমকী ইমাম খান বাগিচা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ জুলফিকার হক সহ আরো অনেকে।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত