মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে ১টার দিকে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এটিএম আরিফুল ইসলাম ও নির্বাচন কমিশনার আবুল বাশার এর কাছে থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সাবেক আমীর আব্দুস সামাদ মিয়া, দপ্তর সম্পাদক আব্দুল বারী, উপজেলা যুব বিভাগের সভাপতি আতাউর রহমান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোস্তফা সাদ, সাধারণ সম্পাদক হাফেজ জাকারিয়াসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, উল্লাপাড়ার মানুষের কল্যাণের লক্ষ্যেই আমি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জনগণের সমর্থনে বিজয়ী হয়ে উল্লাপাড়াকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। তিনি আরো বলেছেন, উল্লাপাড়ার সাধারণ মানুষের কল্যাণে কাজ করা, শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং একটি সুশাসিত সমাজ প্রতিষ্ঠাই আমার মূল লক্ষ্য।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত