
শরিফুল ইসলাম টাঙ্গাইল
টাঙ্গাইলের কালিহাতি উপজেলার সর্বস্তরের মানুষের প্রিয় মুখ, মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত অধ্যাপক ডা. মোঃ শাহ আলম তালুকদার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল–৪ (কালিহাতী) সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন।
এ উপলক্ষে তিনি কালিহাতিবাসীর আন্তরিক দোয়া, ভালোবাসা ও সার্বিক সমর্থন কামনা করেছেন। দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকা এই গুণী চিকিৎসক এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
রাজনৈতিক জীবনে তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাবেক উপদেষ্টা ছিলেন। পাশাপাশি ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রতিষ্ঠাকালীন ছাত্রদল সদস্য হিসেবে ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন।
স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে তাঁর এ উদ্যোগকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে।


























