শরিফুল ইসলাম টাঙ্গাইল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার ইন্তেকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ) বিকাল ৩টায় কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের বলধী ঈদগাহ মাঠে এ শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কোকডহরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান ফরহাদ হোসেন খান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা লুৎফর রহমান মতিন।
বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক হিরো, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য প্রফেসর আবু সুফিয়ান, কালিহাতী উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম (রফিক), সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ মিয়া ও বাইজিদ খান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ আমিনুর ইসলাম, কালিহাতী উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী রহিমা বেগম, কোকডহরা ইউনিয়ন যুবনেতা শাহিন,আলমাস সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শোক সভা পরিচালনা করেন কোকডহরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন।
শোক সভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ও বাকস্বাধীনতা প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আপোষহীন নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা তাঁর রাজনৈতিক জীবন দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর ইন্তেকালে জাতি এক অভিভাবকহীন অবস্থায় পড়েছে বলে মন্তব্য করেন বক্তারা।
শোক সভা শেষে মরহুমার রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন, ১০নং কোকডহরা ইউনিয়ন,
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত