ডেক্স নিউজ
লক্ষ্মীপুর জেলার চরবংশী ইউনিয়নে ভূমিহীন মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি জমি পেতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন অনেক সাধারণ মানুষ। অভিযোগ উঠেছে, জমি পেতে হলে স্থানীয় বিএনপি-ঘনিষ্ঠ নেতা মেহেদী কবিরাজ কে ‘চাঁদা’ না দিলে কোনোভাবেই মিলছে না বরাদ্দকৃত জমি। মেহেদী কবিরাজ ইউনিয়ন বিএনপি সভাপতি ফারুক কবিরাজের ভাই।
ভুক্তভোগীরা জানান, তারা স্থানীয় সমিতি থেকে কিস্তিতে ঋণ নিয়ে জমির জন্য প্রয়োজনীয় খরচ মেটালেও অতিরিক্ত অর্থ দাবি করা হয় দলীয় পরিচয়ের আড়ালে থাকা কিছু নেতার মাধ্যমে। চাঁদা না দিলে জমি বরাদ্দ প্রক্রিয়া আটকে যাচ্ছে বলেও অভিযোগ তাদের।
এ ধরনের অভিযোগের ভিত্তিতে এলাকাজুড়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ভূমিহীনদের ভাগ্যের সাথে এমন রাজনৈতিক ব্যবসা বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত