গোলাম কিবরিয়া বুড়িচং প্রতিনিধি,
দীর্ঘদিন ধরেই একটি স্বার্থান্বেষী মহল অবৈধভাবে কৃষিজমি ও প্রাকৃতিক পাহাড় কেটে পরিবেশ, কৃষি ও সামাজিক ভারসাম্য ধ্বংস করে আসছে। অতীতে যারা এই অপকর্মে জড়িত ছিল, তারা পার পেয়ে গেছে। আর এখন দুঃখজনকভাবে দেখা যাচ্ছে—সব দল ও বিভিন্ন প্রভাবশালী মহলের সমন্বয়ে এই অবৈধ কর্মকাণ্ড একপ্রকার ‘মহা উৎসবে’ রূপ নিয়েছে।
এর ফলে একদিকে যেমন উর্বর কৃষিজমি চিরতরে নষ্ট হচ্ছে, অন্যদিকে রাস্তা-ঘাট, খাল-বিল ও প্রাকৃতিক সৌন্দর্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে অদূর ভবিষ্যতে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা বেহাল দশায় পরিণত হবে এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়বে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—এই অনিয়ম ও অবৈধতার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। ভীতি, প্রভাব ও ক্ষমতার অপব্যবহারের কারণে সাধারণ মানুষ নীরব দর্শকের ভূমিকায় বাধ্য হচ্ছে।
এই পরিস্থিতিতে আমরা কুমিল্লা জেলা প্রশাসক মহোদয় এবং বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। দয়া করে অবিলম্বে সংশ্লিষ্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালত ও প্রশাসনিক অভিযান পরিচালনা করে অবৈধ মাটি ও পাহাড় কাটা বন্ধ করুন। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।
এটি কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে অভিযোগ নয়—এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য কৃষিজমি, পরিবেশ ও মানবিক বসবাসযোগ্য এলাকা রক্ষার আহ্বান।
*বিঃদ্রঃসংশ্লিষ্টদের নাম, এলাকা ও বিস্তারিত তথ্য পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।
প্রশাসনের প্রতি অনুরোধ—আজই ব্যবস্থা নিন, না হলে আগামীকাল ক্ষতি অপূরণীয় হয়ে যাবে।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত