
খুলনা ব্যুরো
খুলনায় পুনরায় গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে রোববার ৩০ নভেম্বর রাত ৯টার দিকে। ঘটনাটি ঘটেছে নগরীর জিন্নাহপাড়া হাজী মালেক ডিগ্রি কলেজ সংলগ্ন তাহের দর্জি মোড়ে । ওই মোড়ে চা দোকানে বসে থাকা অবস্থায় সম্রাট কাজী নামের এক যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিটি তার বাম হাতে লাগে,
এতে তিনি রক্তাক্ত জখম হন। আহত সম্রাট কাজী শিপইয়ার্ড এলাকার একটি প্রতিষ্ঠানে অফিস সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নড়াইল জেলার বাসিন্দা কাজী আজিজুর রহমানের ছেলে এবং বর্তমানে খুলনার শিপইয়ার্ড এলাকায় বসবাস করছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, “দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে সম্রাট কাজী আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ইতোমধ্যে হামলাকারীদের শনাক্ত করতে পুলিশের টিম মাঠে নেমেছে।”
এর আগে একই দিনে দুপুর ১২ টার দিকে অর্থাৎ মাত্র সাড়ে ৯ ঘণ্টা আগে নগরীর আদালত পাড়ায় আরেকটি গুলির ঘটনায় দুইজন নিহত হয়। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মন্তব্য, এমন ধারাবাহিক গুলির ঘটনায় রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক, আইনজীবীসহ সকল শ্রেণির মানুষের মধ্যে আতংক বিরাজ করছে ।
পুলিশ সূত্রে জানা গেছে, আহত সম্রাট কাজীকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখন স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ঘটনা তদন্তে লবণচরা থানা ও মহানগর গোয়েন্দা পুলিশের সম্মিলিত অভিযান অব্যহত রয়েছে ।



























