খুলনা ব্যুরো
২৭ ডিসেম্বর ২০২৫ তারিখ শনিবার সকালে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের উদ্যোগে ৪৫তম জাতীয় পরিষদ অধিবেশন-২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর এর চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি জাতি গঠনে পুরুষের পাশাপাশি নারীদের সক্রিয় ও দক্ষ অংশগ্রহণ অপরিহার্য। গার্ল গাইডস সেই লক্ষ্যকে একটি শক্ত ও সুসংগঠিত কাঠামোর মাধ্যমে বাস্তবায়ন করে যাচ্ছে। আজ এখানে উপস্থিত কিশোরীরা গার্ল গাইডসের মাধ্যমে যে প্রশিক্ষণ গ্রহণ করছে, তা তাদের নৈতিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করে ভবিষ্যতে দেশের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়তা করবে। এখান থেকে গড়ে ওঠা নেতৃত্ব রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করবে। আমরা সবাই এই দেশকে ভালোবাসি, আর সেই ভালোবাসা থেকেই দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন জাতীয় ও প্রশিক্ষণ কমিশনার কানিজ ফাতেমা লিজা, কাজী জেবুন্নেছা বেগম।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত