
খুলনা ব্যুরো: খুলনা বিভাগে ন্যাস্ত ২৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের যোগদানকৃত (শিক্ষানবিশ) সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে
খুলনা নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে সিটি কর্পোরেশনের গঠন ও কার্যাবলী, প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদানের লক্ষ্যে কেসিসি কর্তৃপক্ষ এ ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। এসময় তিনি স্বায়ত্বসাশিত এ প্রতিষ্ঠানটিকে খুলনা মহানগরী এলাকার উন্নয়ন ও সেবা প্রদানের অন্যতম প্রধান সংস্থা হিসেবে উল্লেখ করে, প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে জনসেবার ব্রত নিয়ে কাজ করার জন্য আগত নতুন কর্মকর্তাদের প্রতি অহবান জানান।
কেসিসির সচিব আরিফুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান, বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সুমাইয়া সুলতানা এ্যানি, বাজেট কাম একাউন্টস অফিসার মো: মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী মো: আনিচুজ্জামান, আর্কিটেক্ট রেজবিনা খানম, কঞ্জারভেন্সী অফিসার মো: অহিদুজ্জামান খান, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মোল্যা মারুফ রশীদ।
উল্লেখ্য, ২৭ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার (শিক্ষানবিশ) হিসেবে পরবর্তী পদায়নের জন্য খুলনা বিভাগে ন্যস্ত করা হয়েছে। ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সে আগত কর্মকর্তাগণ হলেন মোহাম্মদ আব্দুল হাই, সোনিয়া চৌধুরী ও নির্মল কান্তি তালুকদার। পাওয়ার পয়েন্ট ও ভিডিও চিত্রের মাধ্যমে কেসিসি’র সার্বিক কার্যক্রম সম্পর্কে তাদের ধারণা দেয়া হয়। এছাড়া কেসিসির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।



























