মোঃ সাগর স্টাফ রিপোর্টার
চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছাড়াই জামায়াতের নেতৃত্বাধীন নির্বাচনি জোটের সংবাদ সম্মেলন শুরু হয়েছে। বৃহস্পতিবার নির্ধারিত সময়ের প্রায় ৩৫ মিনিট পর রাত ৮টা ৩৫ মিনিটে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে শুরু হয় এ সংবাদ সম্মেলন।
এর আগে নির্বাচনি সমঝোতা নিয়ে সিদ্ধান্ত নিতে সকালে বৈঠকে বসেন জামায়াতসহ ১০টি দলের শীর্ষ নেতারা। অবশ্য এতে ইসলামী আন্দোলনের কেউ যোগ দেননি। রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত রুদ্ধদ্বার ওই বৈঠকে আসন সমঝোতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাড়াও ১১ দলীয় জোটে রয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত