আসামীরা দীর্ঘদিন যাবত তাহাদের অন্যান্য সহযোগীদের নিয়ে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই, ডাকাতি’সহ নানাবিধ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ সংগঠিত করে আসছে। বর্ণিত আসামীদের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতি একাধিক মামলা থাকলেও তাহারা বেপরোয়াভাবে একের পর এক অপরাধ কার্যক্রম পরিচালনা করে জনমনে ভীতি সঞ্চার করে আসছে।
সিএমপি'র দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই/মোঃ রাশেদুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া পেশাদার ছিনতাইকারী ১) মোঃ ইয়াছিন আবেদীন (২২), ২) মোঃ ইসমাইল (২৩), ৩) মোঃ রাজু(২৪), ৪) মোঃ রাকিব (২৪) দেরকে আটক করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। বর্ণিত আসামীদের নামে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ছিনতাই’সহ একাধিক মামলা রয়েছে।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত