আমির হোসেনঃ ঝালকাঠি জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জানুয়ারি, রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মমিন উদ্দিন এঁর সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, ঝালকাঠি সেনা ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল ইয়াসির আরাফাত ভুঁইয়া, ঝালকাঠি সরকারি হাসপাতালের তত্ত্বাবধায়ক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম, ঝালকাঠি জেলার চার উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে গৃহীত প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, নির্বাচনি আচরণবিধি প্রতিপালন ও আন্তঃসংস্থাগত সমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সকল পর্যায়ে সতর্কতা বৃদ্ধি ও দায়িত্বশীল ভূমিকা পালনের উপর গুরুত্বারোপ করা হয়
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত