এস এম রাকিবুরজ্জামান
বিশেষ প্রতিবেদনঃ কুড়িগ্রাম জেলার মোগলবাসা ইউনিয়নের ১ নং ওয়াড সেনেরখামারের বাসিন্দা মোঃ আবুল কালাম আজাদ পিতাঃ মৃত নুরুজ্জামান তিনি তার চাকরি শেষ জিবনের ইতি টেনেছেন পঞ্চগড় তেঁতুলিয়া সেটেলমেন্ট অফিস থেকে কিন্তু তিনি একজন পঞ্চগড় সেটেলমেন্ট অফিসের পেশকার হয়ে তিনি মোগলবাসা ইউনিয়নে তার নিজেস্ব ও তার স্ত্রীর নামে কিনেছেন প্রায়( ৭২) বাহাত্তর শতাংশ জমি তাহার বতমান বাজার দর - ৮ (আট) কোটি টাকা এবং তিনি রংপুরে ২টি বিলাস বহুল বাড়ি তাহার প্রায় বাজার মৃল্য ২০ কোটি টাকা তিনি একজন সেটেলমেন্ট অফিসের পেশকার হয়ে এতো সম্পদের মালিক কিভাবে হলেন এই প্রশ্ন এলাকার সাধারন মানুষের মুখে মুখে, তারা আমাদের ক্রাইম রিপোর্টার রাকিবুরজ্জামানকে জানান, আবুল কালাম আজাদ তিনি অল্প কয়েক বছরে ফ্যাসিস আওয়ামী লীগের দোষর হিসেবে কাজ করে কিছু দিনের মধ্য কয়েক কোটি টাকার সম্পদ কিনেন, তবে এতো টাকা তিনি কোথায় পেলেন, প্রশ্ন এলাকার মুখে মুখে, মোগলবাসা ইউনিয়নের একজন নাম প্রকাশ না করে আমাদের ক্রাইম রিপোর্টারকে জানান আবুল কালাম আজাদ তিনি অনেক মানুষকে চাকরি দিতে চাইয়ে টাকা নিতেন কিন্তু চাকরি না দিয়ে টাকা আত্মসাৎ করতেন কিছু কইলে আওয়ামী লীগের ক্ষমতা দেখাতেন, এবং তার অফিসে খোজ নিয়ে জানা যায় আবুল কালাম আজাদ তিনি মোটা অংকের টাকা নিয়ে বেআইনি ভাবে বিভিন্ন জমি জমা বে আইনি ভাবে অন্য লোককে টাকার বিনিময়ে হস্তান্তর করেছিলেন, বলে যানা যায়, তিনি আওয়ামী লীগের দোসর বলে এতো দিন তার বিরুদ্ধে ভয়ে কেউ কোনো অভিযোগ করতে পারে নাই, তাই সাধারণ মানুষ পত্রিকার মাধ্যমে আবুল কালাম আজাদ কে আইনের আওতায় আনার আহবান জানান, এবং তার বেআইনি সম্পদ সরকারের কাছে হস্তান্তর করার সুপারিশ করেন তারা
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত