মো.মজিবুর রহমান রনি, বিশেষ প্রতিনিধি, চাঁদপুর
চাঁদপুর হাজীগঞ্জ উপজেলাজুড়ে নীরবে কিন্তু ভয়াবহ এক পরিবেশগত ও কৃষি বিপর্যয় চলছে। প্রশাসনের কার্যকর নজরদারি না থাকায় এক শ্রেণির অসাধু চক্র নির্বিঘ্নে ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় সরবরাহ করছে। এতে কৃষকের জীবন-জীবিকা যেমন হুমকির মুখে পড়েছে, তেমনি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার কৃষি উৎপাদন ব্যবস্থা ও পরিবেশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের গঙ্গানগর এলাকার পূর্ব মাঠে এই অবৈধ কর্মকাণ্ড সবচেয়ে বেশি সংঘটিত হচ্ছে। দিনের পর দিন ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ফসলি জমির ওপরের উর্বর টপ সয়েল কেটে নেওয়া হচ্ছে। ফলে এক মাঠের অধিকাংশ জমি বর্তমানে চাষের অযোগ্য হয়ে পড়েছে। আরো দেখা জায় ৯নং গন্ধর্ব্যপুর উঃ ইউনিয়ন ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন, ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন সহ ইউনিয়নের অধিকাংশ জায়গায় চলমান রয়েছে জমির উর্বর মাটি কাটা।
স্থানীয় কৃষকদের অভিযোগ, শাহদাৎ হোসেন, শাখাওয়াত হোসেন ও মাইনুদ্দিন খন্দকার কৃষকদের অসহায়ত্বের সুযোগ নিয়ে নামমাত্র দামে জমির মাটি কিনে নিচ্ছেন। পরে সেই মাটি বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছে। এতে ক্ষণিক লাভ হলেও কৃষকরা ভবিষ্যতে জমি থেকে কোনো ফসল ফলাতে পারছেন না।
একাধিক কৃষক নাম প্রকাশ না করার শর্তে জানান,
“একবার মাটি কেটে নিলে জমিতে আর ধান, সবজি কিছুই হয় না। আমরা বাধা দিলে হুমকি দেওয়া হয়। প্রশাসনের কাছে বলেও কোনো লাভ হচ্ছে না।”
পরিবেশবিদদের মতে, ফসলি জমির টপ সয়েল কেটে নেওয়া একটি গুরুতর অপরাধ। এতে মাটির স্বাভাবিক গঠন নষ্ট হয়, পানি ধারণক্ষমতা কমে যায় এবং দীর্ঘমেয়াদে খাদ্য উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। এছাড়া পরিবেশ আইন অনুযায়ী কৃষি জমির মাটি কেটে ইটভাটায় ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
স্থানীয় সচেতন মহল প্রশ্ন তুলেছেন—
প্রশাসন কি এই অবৈধ কর্মকাণ্ড সম্পর্কে অবগত নয়?
নাকি জেনেও নীরব ভূমিকা পালন করছে?
এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে
অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ
ক্ষতিগ্রস্ত জমির জরিপ
ইটভাটায় ফসলি জমির মাটি ব্যবহার বন্ধে কঠোর নজরদারি
না করা হলে হাজীগঞ্জের কৃষি ব্যবস্থা চরম সংকটে পড়বে।
এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীনা জাহান জানান আমরা তথ্য পেয়েছি ব্যবস্থা গ্রহণ করবো।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত