মেহেদী হাসান রাসেল লক্ষ্মীপুর
বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার নবনির্বাচিত সভাপতি ভাস্কর বসু রায় চৌধুরী ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দিয়েছে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘আন নূর শিল্পী গোষ্ঠী’।
বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) রাতে সংগঠনের কার্যক্রম পরিদর্শনে গেলে তাদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেয় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত সভাপতি ভাস্কর বসু রায় চৌধুরী। তিনি বলেন, “এমন সুন্দর আয়োজনে আমরা সত্যিই আনন্দিত। সাংস্কৃতিক চর্চা মনন গঠনে অন্যতম ভূমিকা রাখে। আন নূর শিল্পী গোষ্ঠী জেলার সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি। সংগঠনের উন্নয়নে বাংলাদেশ প্রেসক্লাব লক্ষীপুর শাখা সবসময় সহযোগিতা করবে।”
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল বলেন, “নিয়মিত সাংস্কৃতিক চর্চা সমাজের অসংগতি দূর করতে সহায়ক। আন নূর শিল্পী গোষ্ঠীর এমন উদ্যোগ প্রশংসনীয়। আমরা তাদের কার্যক্রমের সঙ্গে আছি এবং থাকব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হুদা নূর এবং সঞ্চালনা করেন মো. সাইফ উদ্দিন স্বপন।
এ সময় আরও উপস্থিত ছিলেন—
দৈনিক বাংলার মুকুল-এর বার্তা সম্পাদক মিজানুর শামীম, বিশিষ্ট আয়কর আইনজীবী জনি শাহা, সংগঠনের উপদেষ্টা মো. নুরনবী, হাফেজ ফিরোজ আলম, সদস্য ইয়াসিন আরাফাত, রফিকুল ইসলাম, মাহমুদ হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা পর্ব শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা উপভোগ করেন আমন্ত্রিত অতিথি ও উপস্থিত দর্শনার্থীরা।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত