০৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

বাংলাদেশ প্রেসক্লাব ফেনী জেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

  • প্রকাশের সময় : ১২:৪৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • 70

মেহেদী হাসান রাসেল 

বাংলাদেশ প্রেসক্লাব ফেনী জেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন শহরের ডি রয়েল স্যামন হলরুমে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের সভাপতিত্ব করেন আরটিভি’র জেলা প্রতিনিধি সাংবাদিক আজাদ মালদার।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসনের সহকারি কমিশনার ফারাজ হাবীব খান, জেলা তথ্য অফিসার এস এম আল আমিন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবি, বাংলাদেশ প্রেসক্লাবের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি সাংবাদিক শহীদুল ইসলাম চৌধুরী দুলদুল এবং বাংলাদেশ প্রেসক্লাব লক্ষীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান রাসেল।

প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক ফরিদ খান বলেন, দেশে সাংবাদিকদের জন্য বাংলাদেশ প্রেস কাউন্সিল নামে একটি প্রতিষ্ঠান থাকলেও সঠিক তালিকা নেই। তিনি সাংবাদিকতার শিক্ষাগত গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, মাধ্যমিক পর্যায় থেকে সাংবাদিকতা বিষয়ে অন্তত একটি বিষয় বা প্রবন্ধ পাঠ্যক্রমে থাকা উচিত। এছাড়া, সাংবাদিকদের শিক্ষাগত ও পেশাগত জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আইডি কার্ড ও নিয়োগপত্র থাকা অপরিহার্য। তিনি আরও বলেন, বাংলাদেশ প্রেসক্লাব মাসিক চাঁদা বা অনুদান সংগ্রহ করে না এবং কোনো চাঁদাবাজ বা অপকর্মে জড়িত ব্যক্তিকে সদস্য করা হবে না।

সম্মেলনে সাপ্তাহিক ফেনীর শক্তি পত্রিকার সম্পাদক শেখ ফরিদ রতন, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি শাহাদাত হোসাইন, বৈশাখী টিভির ফেনী প্রতিনিধি রাজন দেবনাথ, হাসনাত তুহীন, সাপ্তাহিক হকার্সের রিপোর্টার মোঃ হুমায়ুন, কবি গাজী হানিফ, এমএ রহমান দুলাল ভুঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া হাফেজ মাওঃ মাজহারুল ইসলাম কুরআন তেলাওয়াত করেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান ফেনী জেলা কমিটির কার্যনির্বাহী ঘোষণা করেন। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পান আজাদ মালদার, সাধারণ সম্পাদক এমএ দেওয়ানী, সাংগঠনিক সম্পাদক ফারুক সবুজ এবং কোষাধ্যক্ষ মহিউদ্দীন মহি। আগামী সাত দিনের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি চূড়ান্ত করে অনুমোদনের জন্য কেন্দ্রে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

সম্মেলনে ফেনী জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

কুমিল্লায় পাহাড় কাটায় এক মামলায় ৮ লাখ টাকা অর্থদণ্ড, এক্সকেভেটর জব্দ

বাংলাদেশ প্রেসক্লাব ফেনী জেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

প্রকাশের সময় : ১২:৪৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

মেহেদী হাসান রাসেল 

বাংলাদেশ প্রেসক্লাব ফেনী জেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন শহরের ডি রয়েল স্যামন হলরুমে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের সভাপতিত্ব করেন আরটিভি’র জেলা প্রতিনিধি সাংবাদিক আজাদ মালদার।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসনের সহকারি কমিশনার ফারাজ হাবীব খান, জেলা তথ্য অফিসার এস এম আল আমিন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবি, বাংলাদেশ প্রেসক্লাবের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি সাংবাদিক শহীদুল ইসলাম চৌধুরী দুলদুল এবং বাংলাদেশ প্রেসক্লাব লক্ষীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান রাসেল।

প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক ফরিদ খান বলেন, দেশে সাংবাদিকদের জন্য বাংলাদেশ প্রেস কাউন্সিল নামে একটি প্রতিষ্ঠান থাকলেও সঠিক তালিকা নেই। তিনি সাংবাদিকতার শিক্ষাগত গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, মাধ্যমিক পর্যায় থেকে সাংবাদিকতা বিষয়ে অন্তত একটি বিষয় বা প্রবন্ধ পাঠ্যক্রমে থাকা উচিত। এছাড়া, সাংবাদিকদের শিক্ষাগত ও পেশাগত জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আইডি কার্ড ও নিয়োগপত্র থাকা অপরিহার্য। তিনি আরও বলেন, বাংলাদেশ প্রেসক্লাব মাসিক চাঁদা বা অনুদান সংগ্রহ করে না এবং কোনো চাঁদাবাজ বা অপকর্মে জড়িত ব্যক্তিকে সদস্য করা হবে না।

সম্মেলনে সাপ্তাহিক ফেনীর শক্তি পত্রিকার সম্পাদক শেখ ফরিদ রতন, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি শাহাদাত হোসাইন, বৈশাখী টিভির ফেনী প্রতিনিধি রাজন দেবনাথ, হাসনাত তুহীন, সাপ্তাহিক হকার্সের রিপোর্টার মোঃ হুমায়ুন, কবি গাজী হানিফ, এমএ রহমান দুলাল ভুঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া হাফেজ মাওঃ মাজহারুল ইসলাম কুরআন তেলাওয়াত করেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান ফেনী জেলা কমিটির কার্যনির্বাহী ঘোষণা করেন। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পান আজাদ মালদার, সাধারণ সম্পাদক এমএ দেওয়ানী, সাংগঠনিক সম্পাদক ফারুক সবুজ এবং কোষাধ্যক্ষ মহিউদ্দীন মহি। আগামী সাত দিনের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি চূড়ান্ত করে অনুমোদনের জন্য কেন্দ্রে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

সম্মেলনে ফেনী জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।