বাবলু বড়ুয়া চট্টগ্রাম
বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জসিম উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ কাউছার হামিদ, এসআই/মোঃ আশরাফুল আলম, এএসআই (নিঃ)/মোঃ জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্স কং/৭৭১৪ অন্তর মিয়া, কং/৭৮১৬ সাব্বির আহামদ সহায়তায় ১২/১২/২০২৫ তারিখ রাত ৩.৪৫ ঘটিকার সময় বায়েজিদ বোস্তামী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ এখলাছ মিয়া প্রকাশ ইয়াছিন (৩৭), পিতা-মৃত নুরুছাফা, মাতা-জারিয়া বেগম, স্থায়ী সাং-পাইদং, মনুমিয়া মাতাব্বর বাড়ী, ৩নং ওয়ার্ড, ৬নং ইউনিয়ন, থানা-ফটিকছড়ি, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-
বাংলাবাজার, মুক্তিযোদ্ধা জিরো পয়েন্ট, ফরেস্টের পাহাড় সংলগ্ন, ডাক্তার সলিমুল্লাহর বাড়ীর কেয়ার টেকার, খানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম কে গ্রেফতার করে। তার হেফাজত ও দখল হতে ০১ (এক)টি দেশীয় কাঠের বাটযুক্ত লোহার তৈরী একনালা বন্দুক, যাহার বাটসহ দৈর্ঘ্য ২৪.৫ ইঞ্চি, ট্রেগার সংযুক্ত। যার ব্যারেল ও বাটে লাল কসটেপ দ্বারা মোড়ানো উদ্ধার করা হয়। বাদীর এজাহারের ভিত্তিতে আসামী মোঃ এখলাছ মিয়া প্রকাশ ইয়াছিন (৩৭) এর বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-১৭, তাং-১২/১২/২০২৫ইং, ধারা-The Arms Act 1978 19(A) মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত