০৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

বীর মুক্তিযোদ্ধা ও কসবা উপজেলা বিএনপির সহসভাপতি মোজাম্মেল হক মজনুর জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে

  • প্রকাশের সময় : ০৬:৫৪:১১ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • 41

কসবা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বুধবার (৭ জানুয়ারি) বাদ জোহর তিনলাখপীর বাজার মসজিদ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে মরহুম বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মজনুকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল কবির।

জানাজায় অংশগ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সিরাজুল ইসলামসহ উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং কসবা পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতাকর্মী, মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেন।

মরহুম মোজাম্মেল হক মজনু হক বিনাউটি ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং কসবা উপজেলা বিএনপির সহসভাপতি ছিলেন। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন।

তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়

জনপ্রিয়

কুমিল্লায় পাহাড় কাটায় এক মামলায় ৮ লাখ টাকা অর্থদণ্ড, এক্সকেভেটর জব্দ

বীর মুক্তিযোদ্ধা ও কসবা উপজেলা বিএনপির সহসভাপতি মোজাম্মেল হক মজনুর জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে

প্রকাশের সময় : ০৬:৫৪:১১ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬

কসবা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বুধবার (৭ জানুয়ারি) বাদ জোহর তিনলাখপীর বাজার মসজিদ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে মরহুম বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মজনুকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল কবির।

জানাজায় অংশগ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সিরাজুল ইসলামসহ উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং কসবা পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতাকর্মী, মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেন।

মরহুম মোজাম্মেল হক মজনু হক বিনাউটি ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং কসবা উপজেলা বিএনপির সহসভাপতি ছিলেন। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন।

তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়