মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় “পরিকল্পিত পরিবার, নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার” এ স্লোগান নিয়ে আগামী ৬ থেকে ১১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ফারুক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা (ইউনানি) মো. সোহেল রানা, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. হালিম এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. জাহিদ হাসান।
এ ছাড়াও সভায় অংশ নেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোশারফ হোসেন লিটন, আব্দুল হান্নান, জুবায়ের হোসেন, মোশারফ হোসেন, আনিসুর রহমান, আশিক, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা লায়লা আক্তার, নজিবা আক্তার, জান্নাতুল ফেরদৌস, লিপি আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পরিবার কল্যাণ সহকারীরা।
সভায় পরিবার পরিকল্পনা কার্যক্রম আরও বেগবান করা, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আগামী ৬–১১ ডিসেম্বর সপ্তাহব্যাপী কর্মসূচি সফলভাবে পালন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত