মেহেদী হাসান রাসেল
২১ ডিসেম্বর ২০২৫ : শ্রীমঙ্গলে ভূমি, বাসস্থান ও টিউবওয়েল হস্তান্তরের মাধ্যমে অসহায় মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবকল্যাণমূলক সংগঠন গরীব এন্ড এতিম ট্রাস্ট ফান্ড (ইউকে)। মানবসেবায় এই সংগঠনের ভূমিকা সত্যিই এক উজ্জ্বল দৃষ্টান্ত—এমন মন্তব্য করেছেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সদস্য, আরপি নিউজের সম্পাদক, বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) দুপুরে কালাপুর ইউনিয়নের বরুণা এলাকায় মাজদিহি গ্রামে নাজাত ইসলামী মারকাজ কনফারেন্স হলে আয়োজিত ভূমি, বাসস্থান ও টিউবওয়েল হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ আমিরুজ্জামান বলেন, “আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আজ আমরা এক মহতী মানবিক কার্যক্রমের সাক্ষী হতে যাচ্ছি। ভূমি, নিরাপদ বাসস্থান ও সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে আমরা শুধু একটি দান করছি না—বরং মানবিক দায়িত্ব পালন করছি।”
তিনি বলেন, আজকের এই সহায়তার গ্রহীতা মায়া রানী ও মীরা রানী। তাদের জীবনের নিরাপত্তা, বাসস্থানের নিশ্চয়তা ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দেওয়া সমাজে মানবিকতার অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
এ সময় তিনি গরীব এন্ড এতিম ট্রাস্ট ফান্ড (ইউকে)-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই ট্রাস্ট দেশ-বিদেশে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।”
তিনি ট্রাস্টের সম্মানিত প্রতিষ্ঠাতা মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদীর নাম উল্লেখ করে বলেন, “তার দূরদর্শী নেতৃত্ব, আন্তরিকতা ও নিঃস্বার্থ সেবার মানসিকতার কারণেই আজ এ ধরনের কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হচ্ছে।”
এছাড়া অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য ফ্রেন্ডস ক্লাব মৌলভীবাজার-এর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, সংগঠনটির নিরলস পরিশ্রম ও সহযোগিতার ফলেই এই মানবিক উদ্যোগ বাস্তবে রূপ নিয়েছে।"
গরীব এন্ড এতিম ট্রাস্ট ফান্ড (ইউকে)-এর অর্থায়নে এবং ফ্রেন্ডস ক্লাব মৌলভীবাজার-এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রেসক্লাব মৌলভীবাজার-এর প্রধান উপদেষ্টা মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী। তিনি বলেন, "ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমাদের সংগঠন কাজ করে যাবে। এই ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে আমি মনে করি।" সকলকে মানবতার কল্যাণে এগিয়ে আসার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আহমদ শফি। ফ্রেন্ডস ক্লাব মৌলভীবাজার-এর সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন
ছালেহ আহমেদ হাজীপুরী, সহসভাপতি মো. রাহিন মিয়া, সহ-সভাপতি মো. আনু মিয়া, সাধারণ সম্পাদক মো. শাকেদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আফজাল হোসেন মুন্না, সাংগঠনিক সম্পাদক মো. কাউসার আহমেদ, অর্থ সম্পাদক মো. আমির হোসেন, প্রচার সম্পাদক পারভেজ হাসানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি আল আমিন, দৈনিক দেশ বুলেটিনের প্রতিনিধি কমরেড দেওয়ান মাসুকুর রহমান ও সাংবাদিক স্মরণ সিংহ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. ফয়জুর রহমান (খোকন)।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত