মোঃ মোসলেম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলামের সাথে শাহজাদপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে থানার কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় সাংবাদিকতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, তথ্যপ্রবাহ ও সমন্বিত উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
নবাগত ওসি তার বক্তব্যে বলেছেন, “শাহজাদপুরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে। অপরাধ দমনে সাংবাদিকদের সঠিক তথ্য ও সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেছেন, জনগণের আস্থা অর্জনই তার প্রধান লক্ষ্য এবং সেই লক্ষ্য বাস্তবায়নে পুলিশের পাশাপাশি গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উক্ত সভায় শাহজাদপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকেরা নবাগত ওসি মোঃ সাইফুল ইসলাম কে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, স্থানীয় সমস্যা, অপরাধ নিয়ন্ত্রণ, সামাজিক অবক্ষয় রোধ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে সাংবাদিকেরা সবসময় পেশাগত নীতিতে অঢল থাকবে।
তারা সাংবাদিকদের নিরাপত্তা,তথ্য প্রদান প্রক্রিয়া সহজীকরণ এবং জরুরী ঘটনা দ্রুত সময়ে সমাধানের বিষয়ে কয়েকটি প্রস্তাবনা তুলে ধরেছেন এই প্রস্তাবনা গুলোর বিষয়ে নবাগত অফিসার ইনচার্জ ওসি মোঃ সাইফুল ইসলাম আশ্বস্ত করেছেন যে - সাংবাদিকদের যেকোনো সমস্যা ও নিরাপত্তার বিষয়ে থানা তথা প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সুশাসন প্রতিষ্ঠায় পুলিশ সর্বদা সহযোগী ভূমিকা পালন করবে। জনসেবামূলক কার্যক্রম ও আইনশৃঙ্খলা উন্নয়নে সাংবাদিকদের তথ্য ও পরামর্শ গুরুত্বসহকারে বিবেচনা করা হবে। মতবিনিময় সভায় থানার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং উভয় পক্ষই ভবিষ্যতে আরো ঘনিষ্ঠ সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত