
মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শাহজাদপুর
সরকারি কলেজ থেকে ৭ জন শিক্ষার্থী সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। ২০২৫ – ২০২৬ শিক্ষা বর্ষে সরকারি বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর এই তথ্য নিশ্চিত করেছেন শাহজাদপুর সরকারি কলেজের অধ্যাক্ষ তথা প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ আব্দুর রাজ্জাক স্যার। মেডিকেল কলেজে ভর্তির সুযোগ প্রাপ্ত শিক্ষার্থীরা মোট সাত জন একজন ছেলে শিক্ষার্থী অন্য ছয়জন মেয়ে শিক্ষার্থী। মেডিকেল কলেজে ভর্তির সুযোগ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেনঃ মোঃ সামিউল হাসান সৃজন শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজে,মোছাঃ নাফিজা ইয়াছমিন পাবনা মেডিকেল কলেজে, মোছাঃ রোজা মনি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে, মোছাঃ সাদিয়া ইসলাম সম্পা রাজশাহী মেডিকেল কলেজে, মোছাঃ আঁখি আফরোজ নীলফামারী মেডিকেল কলেজে, মোছাঃ নাজিরা আক্তার রাজশাহী মেডিকেল কলেজে, ফিরোজা ফজলুল পরশমনি জামালপুর মেডিকেল কলেজে। এই বিষয়ে শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ তথা প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ আব্দুর রাজ্জাক স্যার বলেছেন যে সাত জন শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন আমি তথা আমার সকল শিক্ষকদের পক্ষ থেকে তাদের কে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি তারা যেন সামনের দিনে জাতীয় পর্যায়ে সুযোগ পায় এই আশা আকাঙ্ক্ষা প্রকাশ করেছি আমরা। এটা শুধু আমাদের শাহজাদপুরের জন্যা গর্ব নয় এটা গোটা সিরাজগঞ্জের জন্যা গর্ব। শিক্ষার্থীদের এমন সাফল্যে আনন্দিত শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ তথা প্রশাসনিক কর্মকর্তা প্রফেসর আব্দুর রাজ্জাক স্যার। তিনি মেডিকেল কলেজে ভর্তির সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। যে সাত জন শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন তাদের সাথে মুঠো ফোনে কথা হলে তারা বলেছেন,আলহামদুলিল্লাহ বাবা মায়ের দোয়া আর প্রাথমিক পর্যায় থেকে অদ্য শাহজাদপুর সরকারি কলেজের সকল শিক্ষকের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা আনন্দিত অনুভব করেছি। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন সামনের দিনে যেন আমরা আরো ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা মিসেস মাশফিকা হোসেন বলেছেন, শাহজাদপুর সরকারি কলেজের সাত জন শিক্ষার্থী বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে এতে আমরা শাহজাদপুর উপজেলা প্রশাসন সহ সকলে আনন্দ উপভোগ করেছি। আমরা চাই যে শুধু শাহজাদপুর সরকারি কলেজ নয় শাহজাদপুরে যে সকল কলেজ রয়েছে সকল কলেজ থেকে আমরা এই ফলাফল আশাব্যক্ত করেছি। এই বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ আব্দুল সালাম স্যার বলেছেন, শিক্ষার্থীদের এমন সাফল্যে আনন্দিত আমরা গোটা শাহজাদপুর উপজেলাবাসি। তিনি আরো বলেছেন, মেডিকেল কলেজে ভর্তির সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছি। এই বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ মুরাদ হোসেন বলেছেন, শাহজাদপুর সরকারি কলেজের সাত জন শিক্ষার্থী বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে এতে আমরা উপজেলা প্রশাসনসহ সকলে অত্যান্ত আনন্দিত। তিনি শাহজাদপুর সরকারি কলেজসহ তথা সকল কলেজে এমন ফলাফল হোক এই আশা-আকাঙ্ক্ষা ব্যাক্ত করেছেন। এই বিষয়ে শাহজাদপুর উপজেলার কিরণমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাবা মোছাঃ ফিরোজা খাতুন বলেছেন, শাহজাদপুর সরকারি কলেজের সাত জন শিক্ষার্থী বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়াতে আমরা গোটা শাহজাদপুর উপজেলাবাসি অত্যন্ত আনন্দিত। আমি শাহজাদপুর সরকারি কলেজ তথা শাহজাদপুরে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি দোয়া ও শুভকামনা যাচ্ছি।





















