মোঃ মোসলেম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের ছয়টি আসনে বিএনপি মনোনীত সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। দুই দিন ধরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত যাচাইবাছাই শেষে গত রবিবার (৪ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
গত শনিবার (৩ জানুয়ারি) প্রথম দিনে সিরাজগঞ্জ ১, ২ ও ৩ আসনের মনোনয়ন যাচাই হয়েছে। তিনটি আসনেই বিএনপির সেলিম রেজা (সিরাজগঞ্জ-১), ইকবাল হাসান মাহমুদ টুকু (সিরাজগঞ্জ-২) এবং ভিপি আয়নুল হক (সিরাজগঞ্জ-৩) বৈধ প্রার্থী হিসেবে যাচাই হয়েছেন। কাগজপত্রে গড়মিল কিংবা স্বাক্ষরজনিত ত্রুটি থাকায় মোট ছয়জনের মনোনয়ন বাতিল হলেও বিএনপির কোনো প্রার্থীর ক্ষেত্রে সমস্যা পাওয়া যায়নি। গত রবিবার (৪ জানুয়ারি) সিরাজগঞ্জ- ৪, ৫ ও ৬ আসনের মনোনয়নপত্র যাচাই হয়েছে।
এখানেও বিএনপির এম আকবর আলী (সিরাজগঞ্জ-৪), আমিরুল ইসলাম খান আলীম (সিরাজগঞ্জ-৫) এবং প্রফেসর ডঃ এম এ মুহিত (সিরাজগঞ্জ-৬) এর মনোনয়ন যথাযথ কাগজপত্রসহ বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট তিন আসনে সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলেও বিএনপি প্রার্থীরা সকলেই যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলার ছয়টি আসন মিলিয়ে মোট ৪৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন।
দুই দিনের যাচাইবাছাই শেষে ১৩ জনের মনোনয়ন বাতিল হয়েছে এবং বৈধ প্রার্থী দাঁড়ায় ৩২ জনে। সবশেষ তালিকায় ছয় আসনেই বিএনপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতার জন্য আনুষ্ঠানিকভাবে যোগ্য বিবেচিত হয়েছেন।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেছেন, আলহামদুলিল্লাহ। সিরাজগঞ্জের ৬টি আসনেই নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনী প্রচারকৌশল ও রাষ্ট্র মেরামতের রূপরেখা নিয়ে নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় আলোচনা চলছে।
বিশেষ করে বিএনপির ঘোষিত '৩১ দফা' এবং জনসম্পৃক্ত '৮ দফা' ভোটারদের দুয়ারে দুয়ারে পৌঁছানো হচ্ছে। নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে 'ফ্যামিলি কার্ড', 'হেলথ কার্ড' ও 'কৃষি কার্ড'কে ডিজিটাল নেটওয়ার্কের আওতায় এনে কীভাবে নাগরিক সেবা নিশ্চিত করা হবে, তা জনগণকে বুঝিয়ে দেওয়া হচ্ছে।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত