মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে গড়ে ওঠা ৯ ইটভাটায় অভিযান চালিয়েছিলো ভ্রাম্যমাণ আদালত। এসময়ে ইটভাটার মালিকদের থেকে ১৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটির চিমনি, কাঁচা ইট ধ্বংস ও প্রত্যেক ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার স্টাফ রিপোর্টার ও চ্যানেল এইচডি ২৪ এর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ মোসলেম উদ্দিন সিরাজী কে জানিয়েছিলেন, মেসার্স মুন্নি ব্রিকসকে ১ লাখ, মেসার্স বাবলু ব্রিকসকে ১ লাখ ৬০ হাজার, মেসার্স স্টার ব্রিকসকে ১ লাখ ২০ হাজার, মেসার্স নবাব ব্রিকসকে ৮০ হাজার, মেসার্স শিমু অরিন ব্রিকসকে ৩ লাখ, মেসার্স হিরো ব্রিকসকে ৩ লাখ, মেসার্স এইচ এস ব্রিকসকে ২ লাখ ৫০ হাজার, মেসার্স আর কে বি ব্রিকসকে ৩ লাখ ও মেসার্স তালুকদার ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।অভিযানকালে সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাহিন আলম, থানা পুলিশ, ফায়ার সার্ভিসসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত