মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
দেশজুড়ে চলমান শীতের তীব্রতা আরো বেড়েছে। রবিবার (৪ জানুয়ারী ) সকাল ৯টায় সিরাজগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস, যা এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে নথিভুক্ত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর আগের দিন শনিবার যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৮ ডিগ্রি সেলসিয়াস।
উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে শীতের প্রকোপ তুলনামূলক বেশি। সিরাজগঞ্জের চরাঞ্চল ও গ্রামীণ এলাকায় ঘন কুয়াশা এবং হিমেল বাতাসে স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে পুরো এলাকা। রাস্তাঘাটে লোকসমাগম কমে যাচ্ছে , প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না।শীতের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল মানুষ, দিনমজুর, শিশু ও বৃদ্ধরা। শীতজনিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে এসব জনগোষ্ঠীর মধ্যে।
অনেক পরিবারে শীতবস্ত্রের অভাবে দুর্ভোগ চরমে পৌঁছেছে। পাশাপাশি কাজের সুযোগ কমে যাওয়ায় দিনমজুরদের আয়হীনতায় জীবনযাপন কঠিন হয়ে উঠেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ থেকে সাত দিন তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে এবং শীতের এই পরিস্থিতি অব্যাহত থাকার আশঙ্কা জানিয়েছে।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত