চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কাস্তে হাতে দাঁড়িয়ে ভাইরাল হওয়া সেই কৃষক বাবুলকে আজ সংবর্ধনা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে দায়িত্ববোধ ও দেশপ্রেমের অনন্য উদাহরণ তৈরি করায় তাকে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেয় বিজিবি কর্তৃপক্ষ।
এর আগে সীমান্ত এলাকায় কাস্তে হাতে বাবুলের তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। দেশপ্রেম ও সততার প্রতীক হিসেবে সাধারণ মানুষের মনে স্থান করে নেন তিনি। সেই সাহসিকতা ও সততার মূল্যায়নেই আজ তার হাতে সম্মাননা তুলে দেয় বিজিবি।
বিজিবি জানিয়েছে, সীমান্তের নিরাপত্তায় জনগণের সহযোগিতা ও আস্থা তাদের সবচেয়ে বড় শক্তি। আর বাবুলের মতো সাধারণ মানুষই প্রমাণ করেন—দেশের প্রতি ভালোবাসা দেখাতে পদ-পদবি বা পরিচয় নয়, প্রয়োজন শুধু আন্তরিকতা ও দায়িত্ববোধ।
এই সম্মাননা গ্রামের এক সাধারণ কৃষককে যেমন অনুপ্রাণিত করবে, তেমনি সীমান্ত নিরাপত্তায় জনগণের অংশগ্রহণও আরও জোরদার হবে বলে আশা করছে বিজিবি।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত