গোলাম কিবরিয়া কুমিল্লা
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের ভুবনপুর-জঙ্গলপুর-চাষাপাড়া সোনাইছড়ি খাল খননের উদ্ধৃত মাটি অপসারণ স্থল পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। বুধবার বিকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার সোনাইছড়ি খালের ভুবনপুর-জঙ্গলপুর অংশ পরিদর্শন করেন।
এ সময় পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মহিউদ্দিন, উপজেলা সার্ভেয়ার আরিফুর রহমান, ঠিকাদার প্রতিষ্ঠান মাহমুদউল্লাহ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোঃ মির হোসেন উপস্থিত ছিলেন। সূত্রে জানা যায়, ৩০/০৪/২০২৫ তারিখের নিলামে সর্বোচ্চ ডাককারী ঠিকাদার প্রতিষ্ঠান মাহমুদউল্লাহ এন্টারপ্রাইজ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাধীন সোনাইছড়ি খাল ১১.২৫০ কি.মি হতে ১৩.২০৫ কি.মি পর্যন্ত খননের উদ্ধৃত মাটি অপসারণের কাজ পায়। বর্ধিত সময়ানুযায়ী আগামী ৩০ জানুয়ারী ২০২৬ এর মধ্যে নিজ দায়িত্বে ও খরচে শর্তসাপেক্ষে খাল খননের উদ্ধৃত মাটি অপসারণ করতে হবে ঠিকাদার প্রতিষ্ঠানকে।
শর্তানুযায়ী কোনক্রমেই খালের সিএস, বিএস নকশা ও পানি উন্নয়ন বোর্ডের ডিজাইন, ড্রয়িং, নকশা পরিবর্তন করা যাবে না।
খালের পাড় ও রাস্তার কোন প্রকার ক্ষতি সাধন করা যাবে না। খালের পার্শ্ববর্তী জমির মালিকের ক্ষতি হয় এমন কিছু করা যাবে না। -রূপসী বাংলা শর্তানুযায়ী সোনাইছড়ি খাল খননের উদ্ধৃত মাটি অপসারণ হচ্ছে কিনা এই বিষয়টি নিশ্চিত হতে সরেজমিন পরিদর্শনে এসে ঠিকাদারকে নিয়ম মেনে কাজ করার নির্দেশনা দেন উপজেলা প্রশাসন।
ঠিকাদার তিষ্ঠান মাহমুদউল্লাহ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোঃ মির হোসেন বলেন, ইউএনও মহোদয় ও পানি উন্নয়ন বোর্ডের নির্দেশনা অনুযায়ী শতভাগ নিয়ম মেনে কাজ করা হবে। কোন ভাবেই নিয়মের ব্যত্যয় ঘটবে না।
এবিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় জানান, শর্তসাপেক্ষে খাল খননের উদ্ধৃত মাটি অপসারণ করতে ঠিকাদারকে নির্দেশনা দেয়া হয়েছে।
কোনভাবেই খালের সিএস, বিএস নকশা ও পানি উন্নয়ন বোর্ডের ডিজাইন, ড্রয়িং, নকশা পরিবর্তন করা যাবে না। খালের পাড় ও রাস্তার কোন প্রকার ক্ষতি সাধন করা যাবে না। খালের পার্শ্ববর্তী জমির মালিকের ক্ষতি হয় এমন কিছু করা যাবে না।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত