০৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

চিকিৎসকের বরাত দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ফকিরাপুলে আহত তিন পুলিশ সদস্য আশঙ্কামুক্ত

  • প্রকাশের সময় : ০৩:২৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • 181

অনলাইন ডেস্ক-

সাহসিকতার সাথে জীবন বাজি রেখে মাদক নির্মূলে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, পুলিশ জীবন বাজি রেখে কাজ করছে। অপরাধীরা সুযোগ নিতে পারছে না। গতকালের ঘটনাটিতে সাড়ে ৯ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটকই তার প্রমাণ।

বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ফকিরাপুলে মাদক কারবারিদের ছোড়া গুলিতে আহত দুই পুলিশ সদস্যের খোঁজ নিতে গিয়ে তিনি এ কথা বলেন

জানা যায়, গত বুধবার মধ্যরাতে ইয়াবার একটি চালান ঢুকেছে রাজধানীতে। এমন খবরের ভিত্তিতে অভিযানে বের হয় ডিবির লালবাগ জোনের একটি ইউনিট। মাদক কারবারিদের প্রাইভেটকারটি রাজধানীর ফকিরাপুল এলাকায় গতিরোধ করা হয়।

এ সময় গাড়ি থেকে নেমে পালানোর সময় এলোপাতাড়ি গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এতে গুলিবিদ্ধ হন ডিবি সদস্য এএসআই (সহকারী উপ-পরিদর্শক) আতিক হাসান ও কনস্টবল সুজন। আহত হন অভিযানে নেতৃত্ব দেয়া ডিবির সিনিয়র সহকারী পুলিশ সুপার এনায়েত কবির শোয়েবও। উদ্ধার করা হয় সাড়ে ৯ হাজার পিস ইয়াবা। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটিও।

গুলিতে আহত দুই পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম গণমাধ্যমকে জানান, রাতে দুই গোয়েন্দা পুলিশ গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের দুজনকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

জনপ্রিয়

কুমিল্লায় পাহাড় কাটায় এক মামলায় ৮ লাখ টাকা অর্থদণ্ড, এক্সকেভেটর জব্দ

চিকিৎসকের বরাত দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ফকিরাপুলে আহত তিন পুলিশ সদস্য আশঙ্কামুক্ত

প্রকাশের সময় : ০৩:২৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

অনলাইন ডেস্ক-

সাহসিকতার সাথে জীবন বাজি রেখে মাদক নির্মূলে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, পুলিশ জীবন বাজি রেখে কাজ করছে। অপরাধীরা সুযোগ নিতে পারছে না। গতকালের ঘটনাটিতে সাড়ে ৯ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটকই তার প্রমাণ।

বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ফকিরাপুলে মাদক কারবারিদের ছোড়া গুলিতে আহত দুই পুলিশ সদস্যের খোঁজ নিতে গিয়ে তিনি এ কথা বলেন

জানা যায়, গত বুধবার মধ্যরাতে ইয়াবার একটি চালান ঢুকেছে রাজধানীতে। এমন খবরের ভিত্তিতে অভিযানে বের হয় ডিবির লালবাগ জোনের একটি ইউনিট। মাদক কারবারিদের প্রাইভেটকারটি রাজধানীর ফকিরাপুল এলাকায় গতিরোধ করা হয়।

এ সময় গাড়ি থেকে নেমে পালানোর সময় এলোপাতাড়ি গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এতে গুলিবিদ্ধ হন ডিবি সদস্য এএসআই (সহকারী উপ-পরিদর্শক) আতিক হাসান ও কনস্টবল সুজন। আহত হন অভিযানে নেতৃত্ব দেয়া ডিবির সিনিয়র সহকারী পুলিশ সুপার এনায়েত কবির শোয়েবও। উদ্ধার করা হয় সাড়ে ৯ হাজার পিস ইয়াবা। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটিও।

গুলিতে আহত দুই পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম গণমাধ্যমকে জানান, রাতে দুই গোয়েন্দা পুলিশ গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের দুজনকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।