
গোলাম কিবরিয়া কুমিল্লা
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সরকারি মূল্যে আমন মৌসুমের অভ্যন্তরীণ ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির উদ্যোগে উপজেলা খাদ্য গুদামে ২০২৫–২৬ অর্থবছরের আমন ধান সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক উম্মে তামিমা মুন্নী, উপজেলা স্থানীয় সরবরাহ কেন্দ্রের (এলএসডি) কর্মকর্তা জাকির হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষক-কৃষাণীরা।
বক্তারা জানান, এ বছর ব্রাহ্মণপাড়া উপজেলায় সরকারি নির্ধারিত মূল্যে মোট ৪৬ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হবে। তারা বলেন, ন্যায্যমূল্যে ধান সংগ্রহ কৃষকদের উৎসাহিত করবে এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে।
সরকারি এই উদ্যোগ কৃষকদের মুখে স্বস্তি ফেরাবে বলে আশাবাদ প্রকাশ করেন উপস্থিত কৃষকরা।





















