
নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগ দিয়েছেন মো.আল এমরান খাঁন। তার যোগদানকে স্বাগত জানাতে রবিবার(৭ ডিসেম্বর) উপজেলা পরিষদ হলরুমে এক পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার মো.আল এমরান খাঁন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, নলডাঙ্গার মানুষের সঙ্গে মিলেমিশে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে প্রশাসনিক কাজ এগিয়ে নিতে চাই। উন্নয়ন ও জনসেবার প্রতিটি কার্যক্রমে সংশ্লিষ্ট সবার সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন,এই অঞ্চলের মানুষ কৃষি কাজের সাথে জড়িত,কৃষি কিভাবে একটি মানুষের প্রাণ খুঁজে পায় কৃষি একটি অর্থনীতির চাকাকে কিভাবে ঘুরাতে পারে সেটা নলডাঙ্গা এসে বুঝতে পারলাম। কৃষকদের আমরা যে প্রাণ ভোমরা বলি আজ কৃষক যে সারের জন্য রাস্তায় নেমে এসেছেন আসলে সারের সংকট আমাদের দেশে নেই,ধীরস্থীর ভাবে সিরিয়াল অনুযায়ী সার নিলে সবাই সার পাবেন।
রবিবার বেলা ১২টার দিকে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান,বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক,গণমাধ্যমকর্মী, জুলাই যোদ্ধা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনা পর্বে বক্তারা নতুন ইউএনওকে স্বাগত জানিয়ে নলডাঙ্গার উন্নয়ন,জনসেবা কার্যক্রমের গতি বাড়ানো এবং চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিভিন্ন দলের রাজনীতিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিরা ইউএনওর কাছে তাদের সমস্যা, প্রত্যাশা এবং সম্ভাব্য করণীয় বিষয়ে প্রস্তাব তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী ভূমি কমিশনার আশিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার কিষোয়ার হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান,উপজেলার ৫ টি ইউনিয়নের চেয়ারম্যান,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ অনেকে।





















