
কুমিল্লা-০৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন। দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন প্রত্যাশী বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও বুড়িচং উপজেলার সাবেক চেয়ারম্যান এটিএম মিজানুর রহমান (চেয়ারম্যান) প্রকাশ্যে হাজী জসিম উদ্দিনকে সমর্থন জানিয়েছেন।
মনোনয়ন দাখিলের সময় এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান স্বশরীরে উপস্থিত থেকে হাজী জসিম উদ্দিনের পাশে দাঁড়ান যা দলীয় ঐক্য, শৃঙ্খলা ও নেতৃত্বের প্রতি আস্থার শক্ত বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। এই দৃশ্য বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।
দুই শীর্ষ নেতার এই ঐক্যের ফলশ্রুতিতে বুড়িচং–ব্রাহ্মণপাড়া জুড়ে বিরাজ করছে আনন্দ উৎসবের আমেজ। তৃণমূল থেকে কেন্দ্র সব পর্যায়েই ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছেন নেতাকর্মীরা। স্থানীয়দের বিশ্বাস, এই ঐক্যই আসন্ন নির্বাচনে বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করবে এবং বিজয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে


























