
মো:শাহাদাত কামাল শাকিল
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের বড় ধর্মপুর এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে এক ব্যক্তিকে ৮ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে একটি এক্সকেভেটর জব্দ করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উক্ত এলাকায় পাহাড় কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।
অভিযানে পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার একটি টিম, সাব-ইন্সপেক্টর জসীম উদ্দিন এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের অনুমতি ব্যতিরেকে পাহাড়ের মাটি কাটার অপরাধে মো. তাজুল ইসলাম (৪০), পিতা—সাইজুদ্দীন মুন্সী, ঠিকানা—খানবাড়ি, বড়ইয়া কৃষ্ণপুর, কচুয়া, চাঁদপুরকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(খ) অনুযায়ী ৮,০০,০০০/- (আট লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকেভেটর জব্দ করে উপজেলা পরিষদের মাঠে সংরক্ষণ করা হয়েছে।
আইনে উল্লেখ রয়েছে, সরকারী, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত কিংবা ব্যক্তিমালিকানাধীন পাহাড় ও টিলা কর্তন বা মোচন করা যাবে না। শুধুমাত্র অপরিহার্য জাতীয় স্বার্থে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র সাপেক্ষে তা করা যেতে পারে।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, পাহাড় ও পরিবেশ রক্ষায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





















