০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

ঝালকাঠিতে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ১০:২৮:০৫ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • 88

আমির হোসেন

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ঝালকাঠিতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বাদ আসর জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ গায়েবানা জানাজা নামাজ আদায় করা হয়।
জানাজা নামাজে জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
জানাজা পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন। তারা বলেন, স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আপোষহীন নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
এ সময় জেলা বিএনপি কার্যালয়ের দপ্তরের দায়িত্বে থাকা মিজানুর রহমান মুবিন আবেগাপ্লুত হয়ে অশ্রুসিক্ত কণ্ঠে বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ আমরা বুকে ধারণ করেছি। সেই আদর্শ লালন করে আগামী দিনের নেতৃত্ব দিয়ে যাব—এটাই হবে তাঁর প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা।”
গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল শেষে নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেন এবং দেশনেত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

জনপ্রিয়

কুমিল্লায় পাহাড় কাটায় এক মামলায় ৮ লাখ টাকা অর্থদণ্ড, এক্সকেভেটর জব্দ

ঝালকাঠিতে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১০:২৮:০৫ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

আমির হোসেন

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ঝালকাঠিতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বাদ আসর জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ গায়েবানা জানাজা নামাজ আদায় করা হয়।
জানাজা নামাজে জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
জানাজা পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন। তারা বলেন, স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আপোষহীন নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
এ সময় জেলা বিএনপি কার্যালয়ের দপ্তরের দায়িত্বে থাকা মিজানুর রহমান মুবিন আবেগাপ্লুত হয়ে অশ্রুসিক্ত কণ্ঠে বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ আমরা বুকে ধারণ করেছি। সেই আদর্শ লালন করে আগামী দিনের নেতৃত্ব দিয়ে যাব—এটাই হবে তাঁর প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা।”
গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল শেষে নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেন এবং দেশনেত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।