
বুড়িচং প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে কুমিল্লার বুড়িচং উপজেলায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন এবং বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কবির হোসেন, উপজেলা প্রকৌশলী আলিফ আহাম্মেদ অক্ষর, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ যোবায়ের হাসান এবং বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরেশদ আলমসহ অন্যান্য কর্মকর্তারা।
এরপর কুমিল্লা-৫ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী মোঃ জসিম উদ্দিন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেনের নেতৃত্বে উপজেলা বিএনপির পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় বীর প্রতীকসহ অন্যান্য মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত থেকে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এছাড়াও বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন খানের নেতৃত্বে শিক্ষক-কর্মচারীরা এবং পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন এবং উপজেলার বিভিন্ন মসজিদে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সার্বিকভাবে দিনব্যাপী কর্মসূচিতে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বুড়িচং উপজেলায় মহান বিজয় দিবস এক উৎসবমুখর, গৌরবোজ্জ্বল ও স্মরণীয় পরিবেশে উদযাপিত হয়।


























