
মঈনউদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি
বস্তুর উর্ধ্বে মানব সত্তার প্রবক্তা,মানবতার রাজনীতির প্রবর্তক ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত এক প্রেস রিলিজে বলেন শরিয়ত সম্মত কারন ছাড়া ও শর্ত ছাড়াই নিছক জৈবিক কারনে দ্বিতীয় বিয়ে জায়েজ নাই হারাম ও জুলুম এবং বিশ্বাসঘাতকতা। ইসলামের নির্দেশিত চেতনা ভাষা গোত্র দেশ রাষ্ট্র লিংগ বর্ণ বর্ডার সকল বস্তুর উর্ধে কেবল স্রষ্টার নামে স্রষ্টার আলো মহান রাসুলের নামে জীবনের সত্য ভিত্তিক অস্তিত্ব ও চেতনা।
আল্লামা ইমাম হায়াত বলেন, মওদুদিবাদ ওয়াবিবাদ সালাফিবাদ শিয়াবাদ তালেবান তবলীগ ইসলাম নয় ইসলামের নামে আসল ইসলামকে জবাই করা। আসল ইসলাম জংগীবাদ সন্ত্রাসবাদ উগ্রবাদ নয়, আসল ইসলাম আল্লাহতাআলার উদ্দেশ্যে প্রাণাধিক প্রিয়নবীর প্রেম ভিত্তিক ও আহলে রাসুলের মোহাব্বত ভিত্তিক যে প্রেমের ধারায় সব মানুষের কল্যাণ ও ভালোবাসা ভিত্তিক তথা খেলাফতে ইনসানিয়াত ই আসল ইসলামের রাষ্ট্র ও বিশ্বব্যবস্থার রূপরেখা। আসল ইসলাম ঈমান ভিত্তিক, আসল ইসলাম আইন বিধান ভিত্তিক নয়। আসল ইসলাম লিংগবাদ নয় ভাই বোন সবার সমান মর্যাদার ও সমান দায়িত্বের ইসলাম।
আল্লামা ইমাম হায়াত আরও বলেন, আসল ইসলাম রাষ্ট্রকে ইসলামের নামে করা নয়, সব মানুষের সমান নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার ভিত্তিক অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্র ই ইসলামের নির্দেশিত একমাত্র রাষ্ট্র। আসল ইসলাম রাব্বিল আলামীন ও রাহমাতাল্লিল আলামীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া ও আওলিয়া কেরামের অনুসৃত রহমতের ইসলাম যা রহমতের জীবন ও রহমতের সমাজ রাষ্ট্র দুনিয়া তৈরি করে।
ওয়াবিবাদ সালাফিবাদ শিয়াবাদ মওদুদিবাদ তালেবান মানে ইসলামপন্থী নয়। ওরা ইসলামের বিপরীত ও ইসলামের ধ্বংসাত্মক শত্রু ওয়াবিবাদ মওদুদিবাদ কুফরি মতবাদ।
ইসলামে ভাই বোন সবার সমান নিরাপত্তা -স্বাধীনতা-অধিকার- মর্যাদা- মালিকানা। ইসলাম জীবনের সত্য ভিত্তিক মানবিক চেতনার ধারক ।
আল্লামা ইমাম হায়াত বলেন, ঈমানের চেতনা লিংগ ভিত্তিক বা কোনো বস্তুবাদি চেতনা নয়।
কলেমার ঈমানী চেতনা কেবল তাওহীদ রেসালাত ভিত্তিক চেতনা যা বস্তুবাদি চেতনার বিপরীত।
বস্তুবাদি লিংগবাদি চেতনা ঈমানের কলেমার চেতনার বিপরীত আইয়ামে জাহেলিয়াতের কুফরি চেতনা।
আল্লামা ইমাম হায়াত বলেন, ইসলামে লিংগবাদি বৈষম্য নাই এবং কোনো প্রকার বস্তুবাদি বৈষম্য নাই। ইসলাম জীবনের সত্য ভিত্তিক অস্তিত্বের নাম। ইসলামে ঈমানীসত্তা ও মানবসত্তা সকল বস্তুর উর্ধে।
ইসলামের নির্দেশিত রাজনীতি একমাত্র জীবনের দয়াময় স্রষ্টার ভালোবাসা ও স্রষ্টার আলো মহান রাসুলের ভালোবাসায় সব মানুষের ভালোবাসায়
সব মানুষের কল্যাণে সব মানুষের প্রতিনিধিত্বশীল সর্বজনীন মানবতার রাজনীতি।
ইসলামের নির্দেশিত রাষ্ট্র মানবতার রাষ্ট্র মানে মানুষ হিসেবে মুসলিম অমুসলিম সবার নিরাপত্তা-স্বাধীনতা- অধিকার- মর্যাদা- মালিকানার রাষ্ট্র খেলাফতে ইনসানিয়াত state and world of universal humanity based on authority of every life irrespective of faith without any materialistic discrimination beyond all inequality and borders.
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন, ইসলামের নামে কেবল মুসলিমদের রাষ্ট্র ইসলামের শিক্ষার বিপরীত ইসলামের নামে ধোকা। ইসলামের নামে রাজনৈতিক দল ও রাষ্ট্র ইসলামের নীতিবিরুদ্ধ, কারন ইসলাম ক্ষমতার বলে চাপিয়ে দেয়া আল্লাহতাআলা কোরআনুল করীমে নিষিদ্ধ করেছেন।
ইসলামের নামে রাষ্ট্র মানে ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদ বলপূর্বক ইসলামের নামে চাপিয়ে দিয়ে আসল ইসলাম হত্যা করা। মানুষের জন্য আল্লাহতাআলার রাসুল প্রাণাধিক প্রিয়নবীকে আল্লাহতাআলা শুধু মুসলিমদের নন সব মানুষের সব সৃষ্টির জন্য আল্লাহতাআলা রাব্বিল আলামীন অসীম রহমত সত্য ও মানবতার মুক্তি ও সকল কল্যাণ নিরাপত্তা অধিকার স্বাধীনতা মর্যাদার উৎস ঘোষণা করেছেন।
#আল্লামা ইমাম হায়াত।
(বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান)





















