
মোঃ মোসলেম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের শামবাড়িয়া এলাকাতে বিস্তীর্ণ মাঠজুড়ে এখন শুধুই হলুদ আর হলুদ। শীতের বিদায়ে বসন্তের আগমনী বার্তায় ফুটে উঠেছে সরিষা ফুল। প্রকৃতির এই মনোমুগ্ধকর দৃশ্য গ্রামবাংলাকে করে তুলেছে আরো প্রাণবন্ত ও রঙিন। উপজেলার বিভিন্ন গ্রামে চোখ মেললেই দেখা যায়—দিগন্তজুড়ে সরিষা ফুলের সমারোহ। হালকা বাতাসে দোল খাচ্ছে ফুলের দল, আর তার মাঝ দিয়ে চলে যাচ্ছে গ্রামীণ পথ। এই দৃশ্য যেন শহরে কোলাহল থেকে হারিয়ে যাওয়া এক শান্তির ঠিকানা। সরিষা ফুলের এই সৌন্দর্য দেখতে প্রতিদিনই ভিড় করেছেন স্থানীয়রা। অনেকেই পরিবার নিয়ে আসছেন ছবি তুলতে, কেউ কেউ আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার জন্য ভিডিও ধারণ করেছেন। বিশেষ করে তরুণদের মাঝে সরিষা ফুলের মাঠে সময় কাটানোর আগ্রহ চোখে পড়ার মতো। কেবল সৌন্দর্য নয়, কৃষকদের জন্যও সরিষা চাষ একটি গুরুত্বপূর্ণ ফসল। স্বল্প খরচে চাষ করা যায় বলে কৃষকদের আগ্রহ বাড়ছে দিন দিন। কৃষকদের আশা, আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে ভালো ফলনের সম্ভাবনাও রয়েছে। সরিষা ফুলের এই দৃশ্য শাহজাদপুরের গ্রামীণ জনপদকে দিয়েছে এক ভিন্ন মাত্রা। প্রকৃতির এই সৌন্দর্য রক্ষা ও কৃষি উৎপাদনে সহায়তা অব্যাহত থাকলে ভবিষ্যতেও এ ধরনের দৃশ্য উপভোগ করা যাবে বলে মনে করেছেন সংশ্লিষ্ট কৃষকেরা। এই বিষয়ে স্থানীয় কয়েকজন কৃষকের সাথে কথা হলে তারা বলেছেন, আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে ভালো ফলন পাবো বলে এই আশাবাদ ব্যক্ত করেছি। শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নে নয় প্রতিটি ইউনিয়নের প্রতিটি গ্রামে গ্রামে সরিষা চাষের পাশাপাশি সরিষা ফসল ঘরে তোলার পর জমিতে পরবর্তীতে ধান চাষাবাদ করবেন বলে ধানের চারা রোপনে ও ব্যস্ত সময় পার করেছেন প্রতিটি কৃষক। এই বিষয়ে শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন স্যারের নিকট জানতে চাইলে তিনি বলেছেন, আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে ভালো ফলন পাবে শুধু কায়েমপুর ইউনিয়নের কৃষক নয় শাহজাদপুর উপজেলার সকল ইউনিয়নের কৃষক এই আশাবাদ ব্যাক্ত করেছি। এই বিষয়ে সিরাজগঞ্জ জেলার কৃষি বিভাগের উপপরিচালক এ,কে,এম,মনজুরে মাওলা স্যারের নিকট জানতে চাইলে তিনি বলেছেন,বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে ভালো ফলন পাবে উত্তরবঙ্গ তথা সিরাজগঞ্জ এর কৃষকেরা। তিনি আরো বলেছেন,গত কয়েক দিন যাবৎ শীতার্ত আবহাওয়ার কারণে সরিষা চাষে অন্যরকম মনে হইতে ছিলো কিন্তু বর্তমানে আর কোনো সমস্যা নেই। আমি ও প্রতিটি কৃষকের সাথে সহমত প্রকাশ করেছি প্রতি বছরের তুলনায় এ বছরে সরিষা চাষ অত্যান্ত ভালো হবে বলে আশা করেছি


























