
মোমিন আলি লস্কর জয়নগর
দক্ষিন ২৪ পরগনা জেলা জয়নগর এক নম্বর ব্লকের বামনগাছি অঞ্চলের চালতাবেড়িয়া হাইস্কুল মাঠে ছয়টি অঞ্চল এবং একটি পৌর সভার মোট ৭২টি স্কুল নিয়ে অনুষ্ঠিত হলো চক্র স্তরীয় আন্তঃ প্রাথমিক বিদ্যালয় সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এস আই অরুপ তরুপদার ভারতের জাতীয় পতকা উত্তোলন করেন সেই সঙ্গে সঙ্গে সাদা পায়রা উড়িয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন।সেই সঙ্গে জেলা পরিষদের সদস্য তপন কুমার মন্ডল, মানবেন্দ্রনাথ সরদার সাদা পায়রা উড়িয়ে উদ্বোধন করেন ।বিভিন্ন বিদ্যালয় থেকে আনুমানিক ২৫০জন ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে লং জাম্প, বিভিন্ন বিভাগের দৌড়, হাই জাম্প, সহ নানা বিষয়ে। উক্ত চক্রস্তরীয় থেকে মহুকুমা স্তরে প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকারী কে সুযোগ দেওয়া হবে। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য তপন কুমার মন্ডল,অরুপ দরফদার,এস আই,(জয়নগর পূর্ব-চক্র) চালতাবেড়িয়া হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুমার নস্কর, চালতাবেড়িয়া হাইস্কুলের প্রাক্তন সভাপতি আব্দুল লতিব হালদার, দলুয়াখাকী বামনগাছি স্কুলের প্রবীণ এবং বিশিষ্ট শিক্ষক জয় কৃষ্ণ হালদার,চালতাবেড়িয়া হাইস্কুলের সভাপতি ইব্রাহিম মোল্লা,প্রাথমিক বিদ্যালয় সমূহের বিশিষ্ট শিক্ষক শিক্ষিকাবৃন্দ।





















