
চট্টগ্রাম প্রতিনিধ -ইয়াছমিন আক্তার
আজ ০৭ ডিসেম্বর ২০২৫ দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রাম-এর নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রাম-এর সভাপতি সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ, বিপিএম মহোদয়।
সভার শুরুতে গত নির্বাহী কমিটির সভার কার্যবিবরণী পাঠ ও অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। এরপর সভার আলোচ্য বিষয় আঞ্জুমানের বার্ষিক সাধারণ সভা, নির্বাহী কমিটির বার্ষিক প্রতিবেদন, বার্ষিক অডিট রিপোর্ট, বাজেট অনুমোদন, অডিটর নিয়োগ ও ফি নির্ধারণ এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী ফজলে রহিম চৌধুরীর আর্থিক সহায়তায় আঞ্জুমান মুফিদুল ইসলাম,
চট্টগ্রামে কেন্দ্রীয় আঞ্জুমানের আদলে একটি ভোকেশনাল ট্রেনিং ইনষ্টিটিউট (Vocational Training Institute) স্থাপনের প্রস্তাব সহ বিবিধ বিষয়ে আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ আব্দুল মালেক; সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)

উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভলপমেন্ট) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রামের নেতৃবৃন্দ।



























