০৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

আত্ম মানবতার সেবায় লক্ষীপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

  • প্রকাশের সময় : ১২:৩৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • 107

মেহেদী হাসান রাসেল লক্ষীপুর

০৬ ডিসেম্বর ২০২৫ চিকিৎসা নিন, সুস্থ থাকুন”—এই প্রতিপাদ্য নিয়ে লক্ষীপুরের রসুলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পটি আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নম্বর ইউনিয়ন শাখা। সার্বিক সহযোগিতায় ছিল দালালবাজার আলিফ–মীম হাসপাতাল, লক্ষীপুর ডায়াবেটিক সমিতি, লক্ষীপুর সেন্ট্রাল চক্ষু হাসপাতাল এবং বেগমগঞ্জ ডায়াবেটিস সেন্টার।

ক্যাম্পের উদ্বোধন করেন লক্ষীপুর–২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা আমীর, বীর মুক্তিযোদ্ধা মাস্টার রুহুল আমীন ভূইয়া। সভাপতিত্ব করেন সামসুল আলম রিটু। ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনায় ছিলেন সাংবাদিক হোসেন চৌধুরী।

ক্যাম্পে পাঁচটি পৃথক বুথের মাধ্যমে রোগীদের সেবা প্রদান করা হয়।

১ নম্বর বুথে ডায়াবেটিস ও রক্তের গ্রুপ পরীক্ষা,
২ নম্বর বুথে নবজাতক, শিশু ও কিশোর রোগীদের সেবা দেন আইচি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. আবদুল বাতেন রোহান;
৩ নম্বর বুথে মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. মাহমুদুর রহমান শুভ;
৪ নম্বর বুথে চর্ম ও অ্যালার্জি বিশেষজ্ঞ ডা. নেওয়াজ শরীফ আহমেদ ভূঁইয়া;
৫ নম্বর বুথে চক্ষু রোগীদের চিকিৎসা দেন চট্টগ্রাম পাহাড়তলী চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডা. মনাদিল দাউদ।

আয়োজকেরা জানান, ক্যাম্পে প্রায় তিন হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী বক্তব্যে মাস্টার রুহুল আমীন ভূইয়া বলেন, “মানবতার সেবা আমাদের রাজনৈতিক অঙ্গীকারের গুরুত্বপূর্ণ অংশ। মানুষের মৌলিক অধিকার হিসেবে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।” তিনি আলিফ–মীম হাসপাতালের চেয়ারম্যান আলহাজ আমির হোসেনসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আউয়াল রাসেল, আলিফ–মীম হাসপাতালের চেয়ারম্যান আমির হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব লক্ষীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ওমর ফারুক, সেক্রেটারি আলী আহমেদসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও সামাজিক নেতৃবৃন্দ।
আলিফ- মীম হাসপাতালের চেয়ারম্যান আলহাজ্ব আমীর হোসেন বলেন এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পে সবসময় আমাকে পাশে পাবেন এবং এই ফ্রি মেডিকেল ক্যাম্পে যদি কোন রোগীর টেস্টের প্রয়োজন হয় এবং আলিফ মীম হাসপাতালে আসে তাহলে টেস্টের ফি ৫০ % ছাড় দেওয়া হবে বলে জানান।
আয়োজকেরা বাংলাদেশ প্রেসক্লাবের নবগঠিত জেলা কমিটির সাধারণ সম্পাদককে ফুল দিয়ে সম্মাননা জানানো হয়।

জনপ্রিয়

কুমিল্লায় পাহাড় কাটায় এক মামলায় ৮ লাখ টাকা অর্থদণ্ড, এক্সকেভেটর জব্দ

আত্ম মানবতার সেবায় লক্ষীপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশের সময় : ১২:৩৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

মেহেদী হাসান রাসেল লক্ষীপুর

০৬ ডিসেম্বর ২০২৫ চিকিৎসা নিন, সুস্থ থাকুন”—এই প্রতিপাদ্য নিয়ে লক্ষীপুরের রসুলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পটি আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নম্বর ইউনিয়ন শাখা। সার্বিক সহযোগিতায় ছিল দালালবাজার আলিফ–মীম হাসপাতাল, লক্ষীপুর ডায়াবেটিক সমিতি, লক্ষীপুর সেন্ট্রাল চক্ষু হাসপাতাল এবং বেগমগঞ্জ ডায়াবেটিস সেন্টার।

ক্যাম্পের উদ্বোধন করেন লক্ষীপুর–২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা আমীর, বীর মুক্তিযোদ্ধা মাস্টার রুহুল আমীন ভূইয়া। সভাপতিত্ব করেন সামসুল আলম রিটু। ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনায় ছিলেন সাংবাদিক হোসেন চৌধুরী।

ক্যাম্পে পাঁচটি পৃথক বুথের মাধ্যমে রোগীদের সেবা প্রদান করা হয়।

১ নম্বর বুথে ডায়াবেটিস ও রক্তের গ্রুপ পরীক্ষা,
২ নম্বর বুথে নবজাতক, শিশু ও কিশোর রোগীদের সেবা দেন আইচি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. আবদুল বাতেন রোহান;
৩ নম্বর বুথে মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. মাহমুদুর রহমান শুভ;
৪ নম্বর বুথে চর্ম ও অ্যালার্জি বিশেষজ্ঞ ডা. নেওয়াজ শরীফ আহমেদ ভূঁইয়া;
৫ নম্বর বুথে চক্ষু রোগীদের চিকিৎসা দেন চট্টগ্রাম পাহাড়তলী চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডা. মনাদিল দাউদ।

আয়োজকেরা জানান, ক্যাম্পে প্রায় তিন হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী বক্তব্যে মাস্টার রুহুল আমীন ভূইয়া বলেন, “মানবতার সেবা আমাদের রাজনৈতিক অঙ্গীকারের গুরুত্বপূর্ণ অংশ। মানুষের মৌলিক অধিকার হিসেবে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।” তিনি আলিফ–মীম হাসপাতালের চেয়ারম্যান আলহাজ আমির হোসেনসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আউয়াল রাসেল, আলিফ–মীম হাসপাতালের চেয়ারম্যান আমির হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব লক্ষীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ওমর ফারুক, সেক্রেটারি আলী আহমেদসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও সামাজিক নেতৃবৃন্দ।
আলিফ- মীম হাসপাতালের চেয়ারম্যান আলহাজ্ব আমীর হোসেন বলেন এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পে সবসময় আমাকে পাশে পাবেন এবং এই ফ্রি মেডিকেল ক্যাম্পে যদি কোন রোগীর টেস্টের প্রয়োজন হয় এবং আলিফ মীম হাসপাতালে আসে তাহলে টেস্টের ফি ৫০ % ছাড় দেওয়া হবে বলে জানান।
আয়োজকেরা বাংলাদেশ প্রেসক্লাবের নবগঠিত জেলা কমিটির সাধারণ সম্পাদককে ফুল দিয়ে সম্মাননা জানানো হয়।