
মো.শাহাদাত কামাল শাকিল আজ শনিবার (১১ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের মধ্যম বিজয়পুরের উত্তরপাড়া এলাকায় জেলখানা বাড়ি রোডের পাশে অবৈধভাবে আবাদযোগ্য কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে কৃষিজমির মাটি কাটার দায়ে মো: সাইফুল ইসলাম (৩২), পিতা- ছমির উদ্দীন, গ্রাম- বাগমারা, উপজেলা- লালমাই, জেলা- কুমিল্লাকে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন। অভিযান পরিচালনা করেন সজীব তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কুমিল্লা সদর দক্ষিণ।
প্রশাসন সূত্রে জানানো হয়, আবাদযোগ্য কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।























