
রিয়াজুল ইসলাম বাচ্চু
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে মাদকের নিউজ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর মাদক কারবারিরা হামলা চালিয়েছে। ৪ ডিসেম্বর দুপুরে কীর্ত্তিপাশা বাজারের দক্ষিণ পাড়ে মাদক ব্যবসায়ী পাঙ্গাশ সুজনসহ ৩/৪ জন সন্ত্রাসী দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন এর জেলা প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থার সাবেক প্রচার সম্পাদক মোঃ খলিলুর রহমানের উপর সন্ত্রাসী হামলা চালায়। হামলা মারাত্মক আহত হয়ে ঝালকাঠি সদর হাসপাতালে তিনি ভর্তি হন।
জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাংবাদিকদের জানান, রোগীর যে অবস্থা তাতে এখানে সুচিকৎসা দেয়ার ব্যবস্থা নাই। তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া দরকার। পর্যবেক্ষণের জন্য হাসপাতালের সার্জারি বিভাগে সাময়িক ভর্তি করা হয়েছে।
জানা গেছে, কীর্ত্তিপাশার মাদক সম্রাট পাঙ্গাশ সুজনসহ কয়েকজন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। স্থানীয় রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় এই মাদক ব্যবসায়ীরা নানাবিধ অপকর্ম করে যাচ্ছে। তাদের ভয়ে কেউ মুখ খুলছেন না। তারা দলীয় কয়েকজন নেতার ছত্রছায়ায় মাদক বাণিজ্য, চাঁদাবাজি ও নানা রকম দূর্নীতির সাথে জড়িত হয়ে পড়েছে।
এ ঘটনায় জাতীয় সাংবাদিক সংস্থাসহ কয়েকটি সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ ব্যাপারে ঝালকাঠির অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জানান, “এ ঘটনা শুনেছি। তাৎক্ষণিকভাবে পুলিশ ফোর্স পাঠিয়ে খোঁজ খবর নিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।























