০৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

ফরিদগঞ্জে আগুনে কিশোরের মৃ ত্যু ৬ দোকান পুড়ে ছাই

  • প্রকাশের সময় : ০৭:০০:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • 68

কে.এম. হাছান

চাঁদপুরের ফরিদগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাহার বাজারের ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। আগুনে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সুবিদপুর ইউনিয়নের সাহার বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম সাব্বির হোসেন (১৫)। সে উপজেলার শালদহ ছৈয়াল বাড়ি এলাকার বাসিন্দা এবং জয়নালের ভ্যারাইটিজ স্টোরে কর্মচারী হিসেবে কাজ করত।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ১০টার দিকে জয়নালের ভ্যারাইটিজ স্টোরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় দোকানের সামনে আগুন জ্বলছিল এবং পেছনের দরজায় তালা থাকায় সাব্বির হোসেন বের হতে পারেনি। এতে সে আগুনে পুড়ে মারা যায়।
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানগুলো হলো ডা. ইমাম হোসেনের ফার্মেসি, নজরুল ইসলামের মাছের খাদ্যের দোকান, জহির হোসেনের ওয়ার্কশপ, রুবেলের সাইকেল গ্যারেজ, মাওলানা শাহ আলমের হার্ডওয়্যার দোকান এবং জয়নালের ভ্যারাইটিজ স্টোর।
ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ কামরুল হাসান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে নিহত কিশোরের মরদেহ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার পর সাহার বাজার এলাকায় শোকের ছায়া নেমে আসে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

জনপ্রিয়

কুমিল্লায় পাহাড় কাটায় এক মামলায় ৮ লাখ টাকা অর্থদণ্ড, এক্সকেভেটর জব্দ

ফরিদগঞ্জে আগুনে কিশোরের মৃ ত্যু ৬ দোকান পুড়ে ছাই

প্রকাশের সময় : ০৭:০০:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

কে.এম. হাছান

চাঁদপুরের ফরিদগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাহার বাজারের ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। আগুনে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সুবিদপুর ইউনিয়নের সাহার বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম সাব্বির হোসেন (১৫)। সে উপজেলার শালদহ ছৈয়াল বাড়ি এলাকার বাসিন্দা এবং জয়নালের ভ্যারাইটিজ স্টোরে কর্মচারী হিসেবে কাজ করত।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ১০টার দিকে জয়নালের ভ্যারাইটিজ স্টোরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় দোকানের সামনে আগুন জ্বলছিল এবং পেছনের দরজায় তালা থাকায় সাব্বির হোসেন বের হতে পারেনি। এতে সে আগুনে পুড়ে মারা যায়।
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানগুলো হলো ডা. ইমাম হোসেনের ফার্মেসি, নজরুল ইসলামের মাছের খাদ্যের দোকান, জহির হোসেনের ওয়ার্কশপ, রুবেলের সাইকেল গ্যারেজ, মাওলানা শাহ আলমের হার্ডওয়্যার দোকান এবং জয়নালের ভ্যারাইটিজ স্টোর।
ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ কামরুল হাসান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে নিহত কিশোরের মরদেহ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার পর সাহার বাজার এলাকায় শোকের ছায়া নেমে আসে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।