
নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবে কর্মহীন, ইকামা মেয়াদোত্তীর্ণ, হুরুব ও খুরুজসহ নানাবিধ জটিলতায় পড়া বাংলাদেশি প্রবাসীদের পাশে দাঁড়িয়ে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন কুমিল্লার মুরাদনগরের সন্তান সৌদি প্রবাসী মোহাম্মদ হেলাল। তাঁর এই মহৎ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছেন তাঁর ভাই মোহাম্মদ বিল্লাল এবং সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম মানবতার সংঘটনের পরিচালক, কুমিল্লার সন্তান সৌদি প্রবাসী মো. সেলিম রানা।
জানা গেছে, মোহাম্মদ হেলাল দীর্ঘদিন ধরে সৌদি আরবে কাফেলা পদ্ধতিতে বিভিন্ন খাতে বৈধ ও বাস্তব কর্মসংস্থানের ব্যবস্থা করে আসছেন। বিশেষ করে যেসব প্রবাসী ইকামার মেয়াদ শেষ হওয়া, হুরুব, খুরুজ কিংবা কাজ না থাকার মতো সংকটে পড়েছেন—তাদের জন্য তিনি সমাধানের পথ খুলে দিচ্ছেন মানবিক বিবেচনায়।
এ বিষয়ে সৌদি প্রবাসী মোহাম্মদ হেলাল বলেন,
“আমরা ভুক্তভোগী প্রবাসী সবার জন্য সবসময় আছি এবং থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশি সকল ভাই আমার কলিজার মানুষ। তাদের কষ্ট দেখেই এই উদ্যোগ এবং সংগঠন তৈরি করেছি।”
তিনি আরও জানান, কোনো প্রবাসী যেন দালালের প্রতারণায় পড়ে নিঃস্ব না হয়, সে লক্ষ্যেই স্বচ্ছতার সঙ্গে কাফেলা ও কাজের ব্যবস্থা করা হচ্ছে।
এ উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তাঁর ভাই মোহাম্মদ বিল্লাল। তিনি বলেন,
“আমাদের নীতিই হলো—আগে কাফেলা, তারপর কাজ। যে কোনো সময়, যে কোনো কাজের জন্য প্রবাসী ভাইয়েরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।”
অন্যদিকে, সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম মানবতার সংঘটনের পরিচালক মো. সেলিম রানা বলেন,
“প্রবাসীরাই বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। আমরা সবসময় বাঙালির বন্ধু হয়ে, পাশে থেকে কাজ করে যাবো। মানবতার প্রশ্নে কোনো আপস নেই।”
তিনি আরও বলেন, এই সংগঠন কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং প্রবাসীদের অধিকার, নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চিত করতেই কাজ করছে।
বিশেষ করে পবিত্র মক্কা নগরীকে কেন্দ্র করে মোহাম্মদ হেলালের মাধ্যমে ইতোমধ্যে হাজারো বাংলাদেশি প্রবাসীর জীবনে আশার আলো ফিরেছে বলে জানান সংশ্লিষ্টরা। কর্মসংস্থানের পাশাপাশি আইনি জটিলতা নিরসনে সহায়তা করায় প্রবাসী মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এই উদ্যোগ।
শেষে সংশ্লিষ্টরা জানান,
“মানবতার পরিচয় আমরা নই—আমাদের কাজই আমাদের পরিচয়।”
এই মানবিক প্রচেষ্টা অব্যাহত থাকলে সৌদি প্রবাসে বাংলাদেশি শ্রমিকদের জীবন আরও নিরাপদ ও সম্মানজনক হবে বলে মনে করছেন সচেতন মহল।























