
আন্তর্জাতিক রিপোর্টার : মো: সেলিম রানা
সৌদি আরবে কর্মসংস্থানের নামে প্রতারণা, বেতন কর্তন ও অমানবিক আচরণের অভিযোগে বিভিন্ন সাপ্লাই কোম্পানি ও দালাল চক্রের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার ঘোষণা দিয়েছে সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম মানবতার সংঘটন।
সংগঠনটির নেতৃবৃন্দ অভিযোগ করেন, সৌদি আরবে আগমনকালে “কাফেলা আগে–পরে টাকা দেওয়া হবে”, “ভালো বেতন ও স্থায়ী কাজ”– এমন মিথ্যা আশ্বাস দিয়ে অসংখ্য বাংলাদেশি প্রবাসীকে প্রতারণার ফাঁদে ফেলা হচ্ছে। বাস্তবে কথা ও কাজের কোনো মিল নেই বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।
সংগঠনের সদস্য শাহিন শেখ ও বাদশা মিয়া জানান, একাধিক সাপ্লাই কোম্পানি স্থানীয় ও বাংলাদেশি দালালদের সঙ্গে গোপন চুক্তির মাধ্যমে শ্রমিক সরবরাহ করছে এবং উভয় পক্ষই কমিশন ভাগ করে নিচ্ছে। তাদের দাবি, অনেক ক্ষেত্রে প্রত্যেক কর্মীর বেতন থেকে মাসে কমপক্ষে ৫০০ সৌদি রিয়াল অবৈধভাবে কেটে নেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ শ্রম আইনের পরিপন্থী।
তারা আরও অভিযোগ করেন, সৌদি আরবের বেশ কিছু সাপ্লাই কোম্পানি ও দালাল চক্রের ফাঁদে পড়ে হাজারো শ্রমিকের জীবন ও ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে। কেউ প্রতিবাদ করতে গেলে বা ন্যায্য পাওনা দাবি করলে অনেক সময় সংশ্লিষ্ট কোম্পানি তাদের বিরুদ্ধে ফাইনাল এক্সিট (কফিল দিয়ে দেশে পাঠিয়ে দেওয়া) দিয়ে প্রতিশোধমূলক ব্যবস্থা নিচ্ছে।
এ বিষয়ে সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম মানবতার সংঘটনের সহকারী পরিচালক রানা মিয়া বলেন,
“সাপ্লাই কোম্পানি ও দালালদের মিথ্যা আশ্বাসে পড়ে অনেক প্রবাসীর জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আমরা সবাইকে সতর্ক করছি— এসব দালাল ও অসাধু সাপ্লাই কোম্পানির ওপর বিশ্বাস করবেন না। অনেক সময় সৌদি প্রবাস জীবন জেলখানার চেয়েও ভয়াবহ হয়ে দাঁড়ায়।”
তিনি আরও বলেন, বর্তমানে সৌদি আরবে দালাল চক্র ও অপহরণকারীদের ফাঁদে পড়া যেন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
অন্যদিকে সৌদি প্রবাসী বিডি আলম খান দাবি করেন, এ পরিস্থিতি মোকাবিলায় সৌদি প্রশাসন আগের চেয়ে কিছুটা কঠোর ভূমিকা নিচ্ছে। তবে বাস্তব মাঠপর্যায়ে আরও কার্যকর তদারকি ও দ্রুত আইনি পদক্ষেপ প্রয়োজন বলে মনে করেন তিনি।
সংগঠনটি জানায়, অনেক সাপ্লাই কোম্পানি মাস শেষ হলেও সময়মতো বেতন পরিশোধ করে না। কেউ কেউ দুই থেকে তিন মাস পরপর বেতন দেয়, আবার নানা অজুহাতে বেতন আটকে রাখে। এসব প্রতিষ্ঠান মূলত দালাল চক্রের সঙ্গে যুক্ত বলেও অভিযোগ করা হয়।
এ অবস্থায় সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম মানবতার সংঘটন সৌদি আরব ও বাংলাদেশ— উভয় দেশ থেকেই দালাল চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তারা বাংলাদেশ সরকার, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দূতাবাসের প্রতি প্রবাসীদের অধিকার রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানায়।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের ঘামঝরা শ্রম ও রেমিট্যান্সের মর্যাদা রক্ষায় দালাল ও অসাধু সাপ্লাই কোম্পানির বিরুদ্ধে এখনই সামাজিক ও আইনি প্রতিরোধ গড়ে তোলা জরুরি।























