০৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

সাংবাদিক শওকত মাহমুদকে বাসার সামনে থেকে আটক করেছে ডিবি পুলিশ

  • প্রকাশের সময় : ০৫:৪৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • 60

নিজস্ব প্রতিবেদক

জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদকে রাজধানীতে তার বাসার সামনে থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ

আজ রোববার বিকেলে তার আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম।

তিনি জানান,
এনায়েত করিমের মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে মামলার বিস্তারিত তথ্য ও এর অগ্রগতি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ঘটনার পর সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং অনেকেই দ্রুত ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন।

জনপ্রিয়

কুমিল্লায় পাহাড় কাটায় এক মামলায় ৮ লাখ টাকা অর্থদণ্ড, এক্সকেভেটর জব্দ

সাংবাদিক শওকত মাহমুদকে বাসার সামনে থেকে আটক করেছে ডিবি পুলিশ

প্রকাশের সময় : ০৫:৪৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক

জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদকে রাজধানীতে তার বাসার সামনে থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ

আজ রোববার বিকেলে তার আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম।

তিনি জানান,
এনায়েত করিমের মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে মামলার বিস্তারিত তথ্য ও এর অগ্রগতি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ঘটনার পর সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং অনেকেই দ্রুত ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন।