
মোঃ মোসলেম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহ্যবাহী শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মশিপুর সরিষাকোল ফাজিল ডিগ্রি মাদ্রাসা। অত্র মাদ্রাসাটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে মাদ্রাসাটিতে ছাত্র সংখ্যা ৭২০ জন। মাদ্রাসাটি প্রতিষ্ঠা হওয়ার কারণে এলাকার শ্রমজীবি, দিনমুজুর, কৃষক ও সাধারণ মানুষের সন্তানদের ধর্মীয় ও আধুনিক বিজ্ঞান সম্মত পড়ালেখা করার সুযোগ সৃষ্টি হয়েছে।
বিশেষ করে গরিব ও সাধারণ ঘরের ছেলে মেয়েদের মানসম্মত উচ্চ শিক্ষা গ্রহণের বিরাট সুযোগ সৃষ্টি হয়েছে।
প্রতিষ্ঠানটির পাঠদান পদ্ধতি, ভালো ফলাফল ও ভালো শিক্ষার সুযোগ, ধর্মীয় শিক্ষার ওপর গুরুত্বারোপ, ধর্মীয় শিক্ষা ও সিলেবাসের সমন্বয় করে পাঠদান, অভিজ্ঞ শিক্ষক, ব্যতিক্রমধর্মী শিক্ষার কারণে সার্বিক সাফল্যে শাহজাদপুর উপজেলার মানসম্মত অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে এই মাদ্রাসাটি।
মাদ্রাসার মেধাবী ও দক্ষ শিক্ষকদের নিষ্ঠায় পাঠদান ও দুর্বল শিক্ষার্থীদের সনাক্ত করে তাদের ভালো ফলাফল করতে মাদ্রাসা নির্দিষ্ট সময়ের বাইরে বাড়তি সময় ব্যয় করে নিবির ভাবে পাঠদান করা হচ্ছে।
যার কারণে মাদ্রাসার পরীক্ষার ফলাফল ও বেশ ভালো। উন্নয়নমূলক কাজে প্রতিষ্ঠানে সু-শিক্ষা নিশ্চিতের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় বিশেষ গুরুত্ব প্রদান করা হচ্ছে। প্রতিষ্ঠানটিকে একটি আদর্শ ও মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষকমণ্ডলী গভর্নিংবডিসহ এলাকার গুণীজনদের সম্পৃক্ত করে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে যেমন- অভিভাবক সমাবেশ, গুণীজনদের স্মৃতিচারণ, ডিভেটিং ক্লাব, ল্যাংগুয়েজ শিক্ষার ব্যবস্থা,
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশের ব্যবস্থা। মশিপুর সরিষাকোল ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে মোঃ ফখরুল ইসলাম ২০১৩ সাল থেকে দায়িত্ব পালন করে চলেছেন।
বর্তমান অধ্যক্ষ মোঃ ফখরুল ইসলাম তিনি তার দায়িত্ব, মেধা, পরিশ্রম ও শিক্ষা-দীক্ষা নিয়ে প্রায় ৪৫ জন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদেরকে নিয়ে অত্র মাদ্রাসাটির শিক্ষার মান পূর্বের ন্যায় ক্রমান্বয়ে উন্নতির দিকে ধাবিত হচ্ছে এবং অধ্যক্ষ ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা এটি জেলার মধ্যে শীর্ষ স্থান দখল করে আছে মশিপুর সরিষাকোল ফাজিল ডিগ্রি মাদ্রাসা।
এখানে সায়েন্স এবং আর্টস বিভাগে পড়াশোনা করানো হয়। এই মাদ্রাসা থেকে শিক্ষা নিয়ে দেশের নামী দামী স্বনামধন্য প্রতিষ্ঠানে চান্স পেয়ে আসছে এবং দেশের উন্নয়নে বিভিন্ন বিভাগে দায়িত্বরত আছে মশিপুর সরিষাকোল ফাজিল ডিগ্রি মাদ্রাসা সাবেক শিক্ষার্থীরা।
মশিপুর সরিষাকোল ফাজিল ডিগ্রি মাদ্রাসাটিতে বিভিন্ন বিষয়ে ভিন্ন ভিন্ন কমিটির মাধ্যমে সুশৃঙ্খল পরিবেশ তৈরি আপ্রাণ চেষ্টা চলেছে যেমন- ক্লাস মনিটরিং কমিটি, বিজ্ঞান ক্লাব, অর্থ কমিটি, নিরিক্ষা কমিটি, ইভটিজিং প্রতিরোধ কমিটি, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক কমিটি, দেয়াল পত্রিকা প্রকাশ কমিটি, প্রাথমিক চিকিৎসা বিষয়ক কমিটি ইত্যাদি।
এই মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা নামাজের সুন্দর ব্যবস্থা রয়েছে। সহীহ ভাবে আরবী শিক্ষাদান, বিজ্ঞান, আরবী ও ইংরেজি বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান, ধর্মীয় শিক্ষার পাশাপাশি নীতি-নৈতিকতাবোধ সম্পন্ন, আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রদান ও সু-শৃঙ্খল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এই এলাকার সচেতন অভিভাবকগণের সন্তানদের পড়াশোনার জন্য প্রথম পছন্দের নির্ভরযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান এখন মশিপুর সরিষাকোল ফাজিল ডিগ্রি মাদ্রাসা।


























