
মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের পাইকপাড়া বাজারে ১২ তারিখ শুক্রবার সকালে মরা গরুর মাংস বিক্রি করতে এসে ধাওয়া খেয়ে মাংস ফেলে পালিয়ে যায় এক ব্যক্তি।
তবে বিক্রেতাকে শনাক্ত করা যায়নি। বাজারের লোকজন প্রায় ৩০ কেজি মাংস পার্শ্ববর্তী মাঠে পুঁতে ফেলে রেখেছে। দূর্গানগর ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য এরশাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানিয়েছেন, এক ব্যক্তি সকালে পাইকপাড়া বাজারে প্রায় ৩০ কেজি গরুর মাংস বিক্রি করতে নিয়ে এসেছিলো।
মাংস দেখে কতিপয় ক্রেতা বিক্রেতাকে নানা প্রশ্ন করেছেন। এক পর্যায়ে ক্রেতাদের তোপের মুখে উক্ত বিক্রেতা তার নিয়ে আসা মাংস মরা গরুর বলে স্বীকার করেছে। পরে স্থানীয় লোকজন মাংস বিক্রেতাকে আটক করার চেষ্টা করলে সে দৌড়ে পালিয়ে যায়।
এরশাদ আলী আরো বলেছেন,ঐই মাংস বিক্রেতা শাহজাদপুর উপজেলার কোনো গ্রাম থেকে এসেছিলেন তাদের ধারণা। স্থানীয় লোকজন পরে তার ফেলে রেখে যাওয়া মাংস গুলো বাজারের পাশে পুঁতে ফেলে রেখেছেন।
এই বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নূরে আলমের সাথে যোগাযোগ করলে তিনি বলেছেন, ঘটনাটি অবগত হওয়ার পরেই পুলিশ দ্রুত তদন্ত শুরু করেছে। সেই সাথে মরা গরুর মাংস বিক্রেতাকে শনাক্ত করার চেষ্টা ও চলেছে।























