০৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

রায়পুরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ১০:২৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • 44

দেলোয়ার হোসেন পাটওয়ারী
বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় লক্ষ্মীপুরের রায়পুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বাদ আসর রায়পুর মধ্যবাজার জামে মসজিদে রায়পুর ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ইব্রাহিম খানের উদ্যোগে প্রয়াত বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় এ দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শফিকুল আলম আলমাস, ২ নম্বর ওয়ার্ডের কমিশনার আবু জাহের মিয়াজি, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শরিফ খান, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জুয়েল পাটোয়ারীসহ রায়পুরের বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও মুসল্লিগণ।
এসময় স্মৃতিচারণ করে রায়পুর ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ইব্রাহিম খান বলেন,বেগম খালেদা জিয়া তার কর্ম ও আদর্শের মাধ্যমে আমাদের মাঝে চিরদিন বেঁচে থাকবেন। তার মধ্যে কোনো অহংকার ছিল না। তিনি বলতেন—আমি বাংলাদেশে জন্মেছি, এই বাংলাদেশেই আমার মৃত্যু হবে। তার লক্ষ্য ছিল সবাইকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলা। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।
বিএনপি মনোনীত লক্ষ্মীপুর–২ (রায়পুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবুল খায়ের ভূঁইয়া বলেন, বেগম খালেদা জিয়াকে আমরা শারীরিকভাবে হারালেও তার আদর্শ আমাদের পথ দেখাবে। তার আদর্শকে ধারণ করেই আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাবো। মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাত নসিব করুন।
দোয়া ও মোনাজাত শেষে তাবারক হিসেবে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

জনপ্রিয়

কুমিল্লায় পাহাড় কাটায় এক মামলায় ৮ লাখ টাকা অর্থদণ্ড, এক্সকেভেটর জব্দ

রায়পুরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১০:২৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

দেলোয়ার হোসেন পাটওয়ারী
বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় লক্ষ্মীপুরের রায়পুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বাদ আসর রায়পুর মধ্যবাজার জামে মসজিদে রায়পুর ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ইব্রাহিম খানের উদ্যোগে প্রয়াত বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় এ দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শফিকুল আলম আলমাস, ২ নম্বর ওয়ার্ডের কমিশনার আবু জাহের মিয়াজি, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শরিফ খান, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জুয়েল পাটোয়ারীসহ রায়পুরের বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও মুসল্লিগণ।
এসময় স্মৃতিচারণ করে রায়পুর ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ইব্রাহিম খান বলেন,বেগম খালেদা জিয়া তার কর্ম ও আদর্শের মাধ্যমে আমাদের মাঝে চিরদিন বেঁচে থাকবেন। তার মধ্যে কোনো অহংকার ছিল না। তিনি বলতেন—আমি বাংলাদেশে জন্মেছি, এই বাংলাদেশেই আমার মৃত্যু হবে। তার লক্ষ্য ছিল সবাইকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলা। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।
বিএনপি মনোনীত লক্ষ্মীপুর–২ (রায়পুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবুল খায়ের ভূঁইয়া বলেন, বেগম খালেদা জিয়াকে আমরা শারীরিকভাবে হারালেও তার আদর্শ আমাদের পথ দেখাবে। তার আদর্শকে ধারণ করেই আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাবো। মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাত নসিব করুন।
দোয়া ও মোনাজাত শেষে তাবারক হিসেবে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।